জ্বী ভাই। গুগলে যেভাবে লিখে সার্চ করা যায়, তেমনি ছবি দিয়েও সার্চ করা যায়।
আরেকটু সহজভাবে বলি।
ধরুন, আপনি কোনো ছবি পেলেন ফেসবুকে। এখন সেটা আসল না নকল বা ছবিটার পিছনে আসল কাহিনী কি তা আপনি জানতে পারবেন ইমেজ সার্চের মাধ্যমে, ঠিক যেভাবে আপনি ইন্টারনেটে অন্য কিছু সার্চ দেন।
তাহলে শুরু করছি...
এন্ড্রয়েড মোবাইলের ক্ষেত্রে:
শেয়ার করে সবাইকে জানিয়ে দিন...
Search Queries:
ছবি দিয়ে গুগল সার্চ, Android, How To Search Google By Image, Tips & Tricks .
আরেকটু সহজভাবে বলি।
ধরুন, আপনি কোনো ছবি পেলেন ফেসবুকে। এখন সেটা আসল না নকল বা ছবিটার পিছনে আসল কাহিনী কি তা আপনি জানতে পারবেন ইমেজ সার্চের মাধ্যমে, ঠিক যেভাবে আপনি ইন্টারনেটে অন্য কিছু সার্চ দেন।
তাহলে শুরু করছি...
How To Search Google By Image:
পিসির ক্ষেত্রে:- প্রথমে গুগল ক্রোম ব্রাউজার থেকে এই লিংকে যান।
- Upload লেখায় ক্লিক করুন।
- এরপর ছবি আপলোড করে সার্চ দিন। খুব সহজ, তাই না...! :-)
কিন্তু এন্ড্রয়েড মোবাইলের ক্ষেত্রে ব্রাউজারে কাজ হবে না। একটি এপ ইন্সটল করতে হবে।
এন্ড্রয়েড মোবাইলের ক্ষেত্রে:
- প্লে-স্টোর থেকে Image Search নামের এপটি ইন্সটল দিন। Image Search লেখাটির নিচে অবশ্যই Qixingchen লেখাটি লক্ষ্য করুন।
- এরপর এপটি ওপেন করে নিচে বাম পাশে একটি "ক্লাউড/মেঘ" টাইপের আইকন দেখতে পারবেন, ক্লিক করুন।
- এবার ফাইল আপলোড করেন, Run in background এ ক্লিক করুন।
- সার্চ রেজাল্ট পাওয়া গেলে কয়েক সেকেন্ডের মধ্যেই Notification Bar এ একটি মেসেজ আসবে "Tap to see results", এতে ক্লিক করুন।
- ব্যস, এবার বাকিটা লেখা দিয়ে সার্চের মতই, সার্চ রেজাল্ট আসবে। সেখান থেকে খুঁজে নিন আপনার তথ্য।
শেয়ার করে সবাইকে জানিয়ে দিন...
Search Queries:
ছবি দিয়ে গুগল সার্চ, Android, How To Search Google By Image, Tips & Tricks .
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন