দয়া করে পর্ণ দেখার মত জঘন্য কাজে এই জিনিসটি ব্যবহার করবেন না। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আপনার পর্ণ দেখার খবর জানলে আপনারই লজ্জা।
তাহলে শুরু করছি...
How To Visit Blocked Sites Without VPN
উইন্ডোজ থেকে
উইন্ডোজ থেকে করার জন্য আমাদের লাগবে goodbyedpi নামের সফটওয়্যারটি। এটি সম্পূর্ণ ফ্রি এবং ওপেন সোর্স। নিচের নির্দেশনাটি ফলো করুন।
- প্রথমে এই লিংক থেকে zip ফাইলটি ডাউনলোড করুন এবং পরে Extract করে মূল ফোল্ডারে প্রবেশ করুন।
- আপনার উইন্ডোজ 32 bit হলে x86 ফোল্ডারে এবং 64 bit হলে x86_64 ফোল্ডারে প্রবেশ করুন।
- এবার goodbyedpi.exe ফাইলটিতে রাইট ক্লিক করে Run as administrator এ ক্লিক করুন।
ব্যস, এখন আপনি সব সাইট ব্রাউজ করতে পারবেন। তবে কিছু ক্ষেত্রে সাইটে ঢুকতে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে লিংকের প্রথমে https:// যুক্ত করে নিতে হবে।
এন্ড্রয়েড থেকে
- প্লে স্টোর থেকে এই Appটি ডাউনলোড করুন (প্লে-স্টোরে এই টাইপের অনেক App-ই আছে)।
- ইন্সটল করার পরে ওপেন করে ভিতরে অন করার বাটন দেখতে পাবেন। তাতে ট্যাপ করলে ভিপিএন প্রোফাইল এনাবল করতে বলবে। শুধু Enable বা Allow দিন। (এখানে নেটওয়ার্ক সেটিংসে কিছু পরিবর্তন করতে হয় বলে আলদা ভিপিএন প্রোফাইল ইউজ করা লাগে। মূলত এখানে কোনো ভিপিএন ইউজ হয় না। চেক করতে সফটওয়্যারটি ওপেন রেখেন whatismyipaddress.com থেকে নিজের আইপি ও আইপি লোকেশন চেক করতে পারেন।)
ব্যস, এখন আপনি সব সাইট ব্রাউজ করতে পারবেন। তবে কিছু ক্ষেত্রে সাইটে ঢুকতে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে উইন্ডোজের মতই লিংকের প্রথমে https:// যুক্ত করে নিতে হবে।
শেষ কিছু কথা
এই পদ্ধতিতে নেট চালালে আপনার প্রাইভেসির ব্যাপারটা কিন্তু আর থাকলো না। তাই অত্যন্ত জরুরি
কাজে স্পিডের দরকার পড়লেই ইউজ করুন। নয়তো আপনার ব্রাউজিং হিস্টোরি কিন্তু ISP থেকে শুরু করে সরকার পর্যন্ত এভেইলেবল আছে! 😉
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন