না, আজকে আমরা প্রচলিত ওয়াইফাই হ্যাকিং অথবা QR Code বা NFC Code দিয়ে ওয়াইফাই শেয়ারিং এর টিপস শেয়ার করব না। আজকের পোস্টে আমরা দেখবো কিভাবে একজন তার ফোনে কানেক্টেড ওয়াইফাই নেটওয়ার্কটি ওয়াইফাই পাসওয়ার্ড না জেনেই সরাসরি তার ফোন থেকে একাধিক ফোনে শেয়ার করতে পারেন।
তাহলে শুরু করছি...
বুঝতে সমস্যা হলে নিচের ভিডিওটি দেখতে পারেন।
তাহলে শুরু করছি...
Share WiFi Network without knowing password
এর জন্য যা করতে হবে:
- যার ফোনে ওয়াইফাই কানেক্ট করা আছে তাকে প্রথমে প্লে স্টোর থেকে Net Share নামের এই অ্যাপটি ডাউনলোড করতে হবে।
- তারপর অ্যাপটি ওপেন করে Share বাটনে ট্যাপ করতে হবে। শেয়ার করার আগে অবশ্যই যে ওয়াইফাই নেটওয়ার্কটি শেয়ার করা হবে তাতে কানেক্টেড থাকতে হবে।
- এবার স্কিনে থাকা SSID, Password, IP Address (২য়টি) এবং Port Number - এ জিনিসগুলো লক্ষ্য করুন। এগুলো এখন কাজে লাগবে।
- এবার যার ফোনে ওয়াইফাই শেয়ার করা হবে তার ফোনে ওয়াইফাই অপশনে যান এবং ওয়াইফাই Enable করুন।
- এবার প্রথম ফোনের Net Share সফটওয়্যারের ভিতরে SSID এর জায়গায় যে নামটি আছে সে নামে ২য় ফোনে একটি ওয়াইফাই নেটওয়ার্ক দেখা যাবে। ওয়াইফাই নেটওয়ার্কটিতে ট্যাপ করুন।
- প্রথম ফোন থেকে দেখে দেখে পাসওয়ার্ডটি লিখে ফেলুন।
- এবার Show advance option এ টিক দিয়ে Proxy ডাউন মেনু থেকে Manual সিলেক্ট করুন।
- Proxy hostname এর জায়গায় প্রথম ফোনে থাকা দ্বিতীয় IP Address-টি এবং Proxy port এর জায়গায় প্রথম ফোনে থাকা Port Number-টি ঠিকঠাক লিখে Connect এ ট্যাপ করুন।
ব্যস, হয়ে গেল পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই শেয়ার।
বুঝতে সমস্যা হলে নিচের ভিডিওটি দেখতে পারেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন