সমস্যা: Gboard দিয়ে speech to text বাংলা লেখা যাচ্ছেনা।
সমস্যার ধরন:আমি Gboard ইনস্টল দিয়েছি, কিন্তু বাংলা speech to text লিখতে পারছিনা। লিখতে গেলে banglish অথবা শুধু ইংরেজি আসে।
সমাধান:
- প্রথমে settings থেকে data usage এ যান।
- google, google settings এবং google play store এর জন্য background data on করুন।
- এবার google play store এ যান।
- google এপটি খুঁজে বের করুন। এবার beta tester এ join in দিন। এবার 2 থেকে 3 মিনিট অপেক্ষা করুন।
- কাজ হয়ে গেলে উপরে google app লেখাটির পাশে beta লেখা থাকবে।
- এবার জি-বোর্ড এপস ডাউনলোড করুন এবং পেইজের একদম নিচে beta tester লেখাটিতে join in দিন।
- কয়েক মিনিট অপেক্ষা করুন। উপরের gboard লেখাটির পাশে beta লেখা উঠলে কাজ শেষ।
- এবার gboard এপটি ওপেন করুন।
- সেটিংস থেকে gboard enable করুন এবং default ইনপুট মেথড হিসেবে gboard সিলেক্ট করুন।
- এবার gboard app settings থেকে language হিসেবে বাংলা সিলেক্ট করুন এবং multilingual text অফ করে দিন।
- Gboard settings থেকে voice typing --> Languages থেকে বাংলা (বাংলাদেশ) এ ১ সেকেন্ড চেপে রেখে সেভ দিন।
- ব্যস, এবার যেকোন লেখা gboard দিয়ে speech to text বাংলা লিখতে পারবেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন