এ পদ্ধতিতে ফোন পরিবর্তন করা, ফোন রুট বা ফ্ল্যাশ করার আগে এন্ড্রয়েড ফোনের সব কন্টাক্ট নাম্বার আপনার মেমরি কার্ডে মাত্র কয়েক সেকেন্ডে সেভ করতে পারবেন এবং পরবর্তীতে যেকোনো ফোনে বা আপনার সদ্য ফ্লাশ করা ফোনে মাত্র কয়েক সেকেন্ডে সেভ করতে পারবেন।
তাহলে শুরু করছি...
How To Backup & Retrieve Contact Numbers On Android In A Few Seconds
একেক ফোনের জন্য পদ্ধতিটি একেক রকম হতে পারে। সাধারণত পদ্ধতিটি নিম্নরূপ:
- আপনার ফোনের Contacts এপে যান।
- এবার উপরে More বা উপরে ডানপাশে থাকা তিনটি ডটে ট্যাপ করুন।
- Settings ➨ Import/Export contacts ➨ Export এ যান।
- Export contacts to আসলে SD Card সিলেক্ট করুন।
- Confirm export আসলে OK দিন।
এবার আপনার ফোনের মেমরি কার্ডে Contacts.vcf নামে একটি ফাইল দেখতে পাবেন। এই ফাইলটির ভিতরেই সব ফোন নাম্বার সেভ করা আছে।
এবার সেভ করা নাম্বার মেমরি কার্ড থেকে উদ্ধার করতে:
- যেই এন্ড্রয়েড ডিভাইসে ফোন নাম্বার গুলো সেভ করবেন সেই ডিভাইসে মেমরি কার্ডটি ইন্সার্ট করুন অথবা পূর্বে তৈরি করা Contacts.vcf ফাইলটি Bluetooth বা Share it এর মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত ডিভাইসে আনুন।
- এবার Contacts.vcf নামের ফাইলটি ওপেন করুন। Open with আসলে Contacts এ দিন।
- এবার সেভ করার অপশন আসলে Save দিন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন