অনেক অভিযোগ এবং সমালোচনার মুখে পড়ে কিছুদিন আগে বাংলাদেশে পাবজি মোবাইল গেমটি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু আজ ১৮ অক্টোবর গেমটি পুনরায় চালু করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
আসক্তি, মূল্যবান সময় নষ্ট, চারিত্রিক প্রকৃতি সহ নানা অভিযোগ ওঠে দক্ষিণ কোরিয়ার কোম্পানি ব্লুহোল-এর তৈরি করা গেম প্লেয়ার আননোনস ব্যাটেল গ্রাউন্ডস (পাবজি) এর বিরুদ্ধে। ফলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গেমটি রিভিউ করার কথা বলে কিছুদিনের জন্য ব্লক করে রাখা হয় পাবজি মোবাইল গেমটি।
উল্লেখ্য যে, পাবজি মোবাইল গেমটি হচ্ছে ব্যাটেল রয়েল ধরনের একটি গেম যেখানে বিমান থেকে প্লেয়াররা একটি দ্বীপে অবতরণ করে এবং একজন অপরকে বন্দুক লড়াইয়ে হারাতে চেষ্টা করে। এভাবে যে সবার শেষে বেঁচে থাকবে সেই বিজয়ী হবে। অনেকে এই ধরনের একে-অপরকে মেরে ফেলার বিষয়টিকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছিলেন, যার কারণে পরবর্তীতে পাবজি গেমটিকে ব্লক করার জন্য তাগিদ পাওয়া যায়।
![]() |
Image from technojourney.com |
আসক্তি, মূল্যবান সময় নষ্ট, চারিত্রিক প্রকৃতি সহ নানা অভিযোগ ওঠে দক্ষিণ কোরিয়ার কোম্পানি ব্লুহোল-এর তৈরি করা গেম প্লেয়ার আননোনস ব্যাটেল গ্রাউন্ডস (পাবজি) এর বিরুদ্ধে। ফলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গেমটি রিভিউ করার কথা বলে কিছুদিনের জন্য ব্লক করে রাখা হয় পাবজি মোবাইল গেমটি।
উল্লেখ্য যে, পাবজি মোবাইল গেমটি হচ্ছে ব্যাটেল রয়েল ধরনের একটি গেম যেখানে বিমান থেকে প্লেয়াররা একটি দ্বীপে অবতরণ করে এবং একজন অপরকে বন্দুক লড়াইয়ে হারাতে চেষ্টা করে। এভাবে যে সবার শেষে বেঁচে থাকবে সেই বিজয়ী হবে। অনেকে এই ধরনের একে-অপরকে মেরে ফেলার বিষয়টিকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছিলেন, যার কারণে পরবর্তীতে পাবজি গেমটিকে ব্লক করার জন্য তাগিদ পাওয়া যায়।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন