সাধারণ ইউজারদের কাছে Apk ফাইল এর জন্য গুগলের প্লে-স্টোরই ভরসা। তবে আমার মত যারা কম স্টোরেজ সম্পন্ন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, তারা বেশি অ্যাপ ইন্সটল করতে পারেন না। সে ক্ষেত্রে একটি অ্যাপের Apk ফাইল ব্যাকআপ রেখে আনইন্সটল করে দেওয়াই হতে পারে একমাত্র উপায়। তবে সচরাচর যেসব Apk ব্যাকআপ করার অ্যাপ পাওয়া যায় সেগুলো দিয়ে শুধুমাত্র Apk ফাইল ব্যাকআপ করা যায়। গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করার সময় কিছু কিছু অ্যান্ড্রয়েড অ্যাপের সাথে আবার OBB ফাইল ডাউনলোড হয়। কিছু কিছু অ্যান্ড্রয়েড অ্যাপ এর Apk ফাইল এর ভেতরে অনেকগুলো স্প্লিটেড বা খন্ড খন্ড Apk ফাইল থাকে, যা আলাদা ভাবে ইন্সটল করা যায় না। এসব কারণে প্লে স্টোরে সচরাচর যেসব Apk ব্যাকআপ করার অ্যাপ পাওয়া যায় সেসব অ্যাপ দিয়ে কার্যকরীভাবে অনেক অ্যাপই ব্যাকআপ করা যায় না। আজকে আমরা এমন একটি অ্যাপ দেখব যা দ্বারা এ সমস্যার সমাধান করা যায়।
তাহলে শুরু করছি...
How To Backup Android Apps With OBB Files & Splitted Apks
Split APKs Installer (SAI)
SAI is an app for installing and exporting split APKs - apps that consist of multiple APKs. SAI can install apps using standard Android API, using root access or using Shizuku. Install |
অ্যাপটি দিয়ে সাধারন Apk ব্যাকআপ করার অ্যাপ এর মতই Apk ব্যাকআপ করা যায়। পাশাপাশি যেসব এপে OBB ফাইল এবং খন্ড খন্ড Apk ফাইল থাকে, সেগুলোকেও .apks এক্সটেনশনের ফাইলে ব্যাকআপ রাখে। .apks ফাইলের এক্সটেনশন .zip করে নিলে ভিতরের সব ফাইলগুলো যেকোনো আর্কাইব ভিউয়ার দিয়ে দেখা যায়।
Apk ব্যাকআপ করতে:
- (অপশনাল স্টেপ) নিচের দিকে Settings এ গিয়ে Exported apps directory তে ট্যাপ করে System file picker সিলেক্ট করে মেমোরি কার্ডের যেই ফোল্ডারে আপনি অ্যাপ গুলো সেভ করবেন তা সিলেক্ট করে ওকে করুন। এই সেটিংসটি শুধু একবার করলেই চলবে।
- নিচের দিকে Export লেখায় ক্লিক করুন।
- এখানে আপনার অ্যাপটি দেখতে না পেলে নিচের Filter লেখায় ট্যাপ করে Split APK লেখার নিচে Doesn't matter এবং System app লেখার নিচে No তে ট্যাপ করুন।
- যেই অ্যাপটির ব্যাকআপ রাখবেন তাতে ট্যাপ করুন এবং পরে Export এ ট্যাপ করুন।
- ব্যাকআপ রাখা শেষ হয়ে গেলে উপরে নোটিফিকেশন পাবেন।
- অ্যাপটিতে যদি খন্ড খন্ড Apk এবং OBB ফাইল থাকে, তবে আপনার মেমোরি কার্ডে .apks এক্সটেনশনের ফাইল দেখতে পাবেন। এর ভিতরে সমস্ত ফাইল আর্কাইভ করা রয়েছে। এই ফাইলটি ইন্সটল দিতে আপনার Split APKs Installer (SAI) অ্যাপটিই লাগবে। আর যদি ব্যাকআপ করা অ্যাপটিতে যদি খন্ড খন্ড Apk এবং OBB ফাইল না থাকে, তবে আপনার মেমোরি কার্ডে .apk এক্সটেনশনের ফাইল দেখতে পাবেন যা কোন অ্যাপ ছাড়া সহজেই ইন্সটল করা যায়।
নিচের স্লাইড শো-তে প্রতি ধাপের স্ক্রিনশট দেখা নিন:












❮
❯
ব্যাকআপ করা অ্যাপ ইন্সটল করতে:
- (ইম্পর্টেন্ট স্টেপ) প্রথমে ফোনের সেটিংস থেকে Split APKs Installer (SAI) এর জন্য Install unknown apps পার্মিশন অন করে দিন। একেক ফোনের জন্য সেটিংসটি একেক জায়গায় পাওয়া যাবে। সাহায্যের জন্য নিচের স্লাইড শো-তে থাকা স্ক্রিনশট গুলো খেয়াল করুন। এই স্টেপটি প্রথমবার অ্যাপ ইন্সটল করার পর একবার করলেই চলবে।
- Split APKs Installer (SAI) অ্যাপ এ প্রবেশ করুন।
- নিচে Install APKs লেখায় প্রেস করে ধরে রাখুন।
- এবার যেই .apks ফাইল থেকে অ্যাপ ইন্সটল করবেন তা সিলেক্ট করুন।
- অ্যাপ ইন্সটল এর উইন্ডো আসলে Install লেখায় ট্যাপ করুন।
- এবার অ্যাপ ইন্সটল হওয়ার জন্য ওয়েট করুন, ইনস্টল করলে অ্যাপ ওপেন করার অপশন স্ক্রিনে দেখতে পাবেন।







❮
❯
ব্যস...