ফেসবুক সহ সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যম বিনামূল্যে ও স্বল্পমূল্যে ব্যবহার করার যে প্যাকেজ রয়েছে, তা বন্ধ করার ঘোষণা দিয়েছে বিটিআরসি।
বিভিন্ন যোগাযোগ মাধ্যমে আজকাল অনেক বেশি অপরাধ ও গুজব ছড়ানোর মত বিষয়গুলো ফ্রি ফেসবুকের মত সেবাগুলোর কারণেই হচ্ছে বলে জানায় বিটিআরসি।তাছাড়া মোবাইল অপারেটরদের এসব সোশাল মিডিয়া প্যাকেজ বাজারে অসুস্থ প্রতিযোগিতা তৈরি করছে বলেও জানানো হয়।
বিটিআরসি এ বিষয়ে ১৪ জুলাই চিঠি পাঠায় ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে। অর্থাৎ, ১৫ জুলাই থেকে তা কার্যকর হওয়ার কথা। যদিও এখনও অনেক মোবাইল অপারেটরে বিভিন্ন সোশাল মিডিয়া প্যাক ও ফ্রি ফেসবুক ব্যবহার করা যাচ্ছে।
বিটিআরসির হিসাবে, দেশে মে মাস শেষে ইন্টারনেট ব্যবহারকারী দাঁড়িয়েছে ১০ কোটি ২১ লাখের কিছু বেশি। এর মধ্যে মোবাইল ইন্টারনেট ব্যবহার করে ৯ কোটি ৪০ লাখ গ্রাহক, যা মার্চ শেষে ৯ কোটি ৫২ লাখ ছিল।
সূত্র: প্রথম আলো