বিশ্বাস হচ্ছে না?
তাহলে নিচের পুরো পোস্টটি পড়ুন...
How To Copy & Paste Embedded Text From Image:
পিসি থেকে:
এটি করতে আমাদের লাগবে Microsoft OneNote 2007। 2010, 2013 বা আরও উন্নত ভার্শন হলেও চলবে, কিন্তু অন্তত 2007 এর ভার্শনটা প্রয়োজন।
পিসিতে Microsoft Office 2007/ 2010/ 2013 (বা আরও উন্নত ভার্শন) ইন্সটল করা থাকলেই এটি আপনার পিসিতে থাকবে। তাছাড়া, Microsoft Office প্রায় সবার পিসিতেই ইন্সটল থাকে। তাই লিংক দেওয়ার প্রয়োজন বোধ করছি না। ;-)
এবার আসল কাজে আসি...
১। প্রথমে (Start --> All Programs --> Microsoft Office --> Microsoft OneNote) Microsoft OneNote প্রোগ্রামটি ওপেন করুন।
২। উপরে Insert মেনু থেকে Picture এ ক্লিক করুন।
৩। এবার প্রয়োজন মত ব্রাউজ করে আপনার ইমেজ ফাইলটি সিলেক্ট করে Insert এ ক্লিক করুন।
৪। ছবিতে মাউসের রাইট বাটন ক্লিক করে Copy text from image এ ক্লিক করুন।
৫। এবার MS Word, Photoshop, ব্রাউজার যেকোন জায়গায় পেস্ট করুন। ব্যস...
এভাবে আপাতত ইংরেজিসহ গুটিকয়েক ভাষার টেক্সট কপি করা যাবে। বাংলা এখনও এভেইলেবল না... :-(
এন্ড্রয়েড, আইওএস বা অন্য ডিভাইসের থেকে:
এটি একটি ইন্টারনেট ভিত্তিক মাধ্যম, তাই ইন্টারনেট চালানো যায় এমন যেকোনো ডিভাইস থেকেই এটি ব্যবহার করা যাবে।
এটি ব্যবহার করতে:
১। প্রথমে http://www.free-ocr.com এই লিংকে যান।
২। কাঙ্ক্ষিত ভাষাসমূহ সিলেক্ট করে ইমেজ আপলোড করুন।
৩। কিছুক্ষণ অপেক্ষা করুন...
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। :-)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন