মুভি ডাউনলোড নিয়ে আমাদের অনেক সময়ই ঝামেলা পোহাতে হয়। বিশেষ করে যারা এ ব্যাপারে নতুন, তারা অনেকেই টরেন্ট সাইট গুলো চিনেন না। আবার যারা অভিজ্ঞ, তাদের কাছেও ব্যাপারটা প্রায়ই বিরক্তিকর মনে হতে পারেন। কারণ এসব সাইটগুলো থেকে ডাউনলোড দেওয়ার আগে যে কত সাইটে রিডাইরেক্ট হতে হয়, তা শুধু অভিজ্ঞরাই জানে। আবার অনেকের কাছে টরেন্ট এপগুলো ব্যবহার করাও বিরক্তির কারণ হতে পারে। আজ আমরা দেখব কিভাবে যেকোন ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করে মাত্র ২/৩ ক্লিকেই ফ্রিতে মুভি ডাউনলোড করা যায়।
তাহলে শুরু করা যাক...
Download movies for free in 2/3 clicks:
১। প্রথমে গুগলে যান।
http://www.google.com :-p ;-p
২। এবার সার্চ বক্সে এভাবে লিখুন এবং এন্টার চাপুন:
intitle:index.of? file_extention file_name
মনে হয় বুঝাতে পারি নাই...
ধরেন, আপনি Fast & Furious 8 ছবিটি ডাউনলোড দিবেন। সেক্ষেত্রে লিখবেন এভাবেঃ
intitle:index.of? mkv fast & furious 8
আবার ধরেন, আপনি Zootopia কার্টুন এনিমেশন মুভিটি ডাউনলোড করবেন। সেক্ষেত্রে এভাবে লিখবেনঃ
intitle:index.of? mkv zootopia
সার্চ রেজাল্ট আসলে ১ম লিংকে গিয়ে আপনার মুভির নামটি (নামের পাশে. mkv বা. mp4 আছে কিনা খেয়াল করুন) খুঁজুন এবং পেয়ে গেলে ক্লিক করুন।
ব্যস, শুরু হয়ে যাবে ডাউনলোড... :-)
আর না পেলে ব্যাক করে ২য় সার্চ রেজাল্টে যান এবং আপনার মুভির নামটি খুঁজুন। জনপ্রিয় মুভি হলে খুব সহজেই পেয়ে যাবেন আপনার মুভিটি।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন