অনেক সময় এমন হয় যে আপনি উইন্ডোজ সেটাপ দিবেন এবং আপনার কাছে সিডি/ডিভিডি আছে। কিন্তু সিডি/ডিভিডি থেকে
উইন্ডোজ সেটাপ দিতে টাইম তুলনামূলকভাবে বেশি লাগে বিধায় অনেকে পেনড্রাইভ থেকে সেটাপ দিতে চায়। সিডি/ডিভিডি থাকলে
বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে পেনড্রাইভকে উইন্ডোজ সেটাপের উপযোগী করা যায় বটে, কিন্তু যখন আপনি সিডি/ডিভিডি-এর ব্যাকআপ
রাখতে চান পরবর্তীতে উইন্ডোজ সেটাপ দেওয়ার জন্য, তখন সিডি/ডিভিডির .iso ফাইল বানিয়ে নেওয়াটাই সবচেয়ে উত্তম। কিন্তু কিভাবে?
আজকের এই পোস্টে আমরা ঠিক সেই বিষয়টিই আলোচনা করব।
তাহলে শুরু করছি...
How To Create .iso File From CD/DVD:
এর জন্য প্রয়োজন হবে উইন্ডোজের সিডি/ডিভিডি আর পিসিতে প্রয়োজন হবে .iso ফাইল বানানোর একটি সফটওয়্যার। নেটে ঘাটাঘাটিকরলে আপনি অনেক সফটওয়্যারই পাবেন। কিন্তু সম্মানিত পাঠকদের স্বার্থবিচারে আমরা এমন একটি সফটওয়্যারের নাম বলব যা দিয়ে
.iso ফাইলতো বানাতে পারবেন ঠিকই, পাশাপাশি অডিও-ভিডিও এডিট ও কনভার্ট, ইমেজ কনভার্ট, অডিও-ভিডিও ফাইল জোড়া দেওয়া,
ভিডিওতে শব্দ যোগ করা সহ নানা কাজ করতে পারবেন। সফটওয়্যারটি হচ্ছে Format Factory। হ্যাঁ, এটি অন্যতম জনপ্রিয় কনভার্টার
সফটওয়্যার। তাই এই সফটওয়্যারটি ডাউনলোড করে আপনি যেমন .iso ফাইল বানাতে পারবেন (যেটা আপনার এখন প্রয়োজন), তেমনি
অডিও, ভিডিও ও ইমেজ কনভার্শনের মত কাজও হয়ে যাবে।
এবার চলুন উইন্ডোজের সিডি/ডিভিডি থেকে .iso ফাইল বানাই:
- এই লিংক থেকে Format Factory ডাউনলোড দিন।
- ইন্সটল করে ওপেন করুন।
- বামপাশে ROM Device\DVD\CD\ISO-তে ক্লিক করুন।
- DVD/CD to ISO/CSO-তে ক্লিক করুন।
- নতুন উইন্ডো আসলে সিডি/ডিভিডি ড্রাইভ, ISO অপশন এবং .iso ফাইলটি সেভ হওয়ার লোকেশন সিলেক্ট করুন।
এবার পিসির সামনে এক কাপ কফি নিয়ে বসুন আর অপেক্ষা করুন...
Search Queries:
Tips & Tricks, Windows, Windows এর সিডি থেকে .iso ফাইল বানানোর পদ্ধতি .
খুব ভাল লেখস :)
উত্তরমুছুনধন্যবাদ ভাই... :-) দোয়া করবেন।
উত্তরমুছুন