পেনড্রাইভ থেকে উইন্ডোজ বা লিনাক্স সেটাপ দেওয়ার মজাই আলাদা। আমরা সচরাচর উইন্ডোজের সিডি/ডিভিডি কিনে সেটাপ দিয়ে থাকি এবং লিনাক্সের ক্ষেত্রে অনেকে .iso ফাইল ডাউনলোড দিয়ে সিডি/ডিভিডিতে বার্ন করে সেটাপ দিয়ে থাকেন। কিন্তু সিডি/ডিভিডি থেকে সেটাপ দিতে সময় তুলনামূলক বেশি লাগে এবং অনেক ক্ষেত্রে সিডি/ডিভিডি নষ্ট হয়ে গেলে তখন আর সেটাপ দেওয়া যায় না। তাই সর্বোত্তম পন্থা হলো উইন্ডোজ বা লিনাক্স যেটাই সেটাপ দিন না কেন তার .iso ফাইলটি পিসি বা অন্য কোথাও সংরক্ষণ করে রাখা যাতে পরবর্তীতে পেনড্রাইভ থেকেই উইন্ডোজ বা লিনাক্স সেটাপ দিতে পারেন। লিনাক্সের .iso ফাইল ইন্টারনেটে ফ্রিতে পাওয়া যায়। উইন্ডোজেরটাও পাওয়া যায়, তবে আপনি চাইলে আপনার কাছে থাকা উইন্ডোজের সিডি/ডিভিডি থেকে .iso ফাইল বানিয়ে নিতে পারেন।
আজকের পোস্টে আমরা দেখব কিভাবে পেনড্রাইভ থেকে উইন্ডোজ বা লিনাক্স সেটাপ দেওয়া যায়।
তাহলে শুরু করছি...
How To Install Windows & Linux From Pendrive:
পেনড্রাইভ থেকে উইন্ডোজ বা লিনাক্স সেটাপ দেওয়া অর্থাৎ পেনড্রাইভকে ওএস সেটাপের জন্য Bootable করার জন্য অনেক সফটওয়্যার ইন্টারনেটে আপনি পাবেন। এদের সবগুলোই পাবেন ফ্রিতে। আমরা এখানে জনপ্রিয় ২টি সফটওয়্যার ও তাদের কার্যপদ্ধতি নিয়ে আলোচনা করব। তবে যেই সফটওয়্যার দিয়েই পেনড্রাইভ বুটেবল করুন না কেন, এখানে প্রধান ধাপ কিন্তু ৩টি। নিচে এই তিনটি ধাপ আলোচনা করছি।ধাপ-১: পেনড্রাইভ বুটেবল বানানো:
এই ধাপে নিচে বর্ণিত যেকোনো একটি সফটওয়্যার ব্যবহার ব্যবহার করলেই চলবে।Method 1 - Rufus ব্যবহার করে পেনড্রাইভ বুটেবল করার পদ্ধতি:
পেনড্রাইভ বুটেবল করার জন্য এটি একটি জনপ্রিয় সফটওয়্যার। বিশেষত উইন্ডোজ সেটাপ দেওয়ার ক্ষেত্রে এর জুড়ি নেই। এর উইজার ইন্টারফেস এতই সহজ ও সরল যে যেকোনো মানুষ এটি ব্যবহার করতে পারবে। উইন্ডোজ সেটাপ বুটেবল করার ক্ষেত্রে সমস্যা হয় না, তবে লিনাক্স বুটেবল করার সময় কিছু ক্ষেত্রে কয়েক কেবি (KB) এর ফাইলের জন্য নেট কানেকশনের প্রয়োজন হয়। এক্ষেত্রে মোবাইল দিয়ে ডাউনলোড দিয়ে ম্যানুয়ালি কনফিগার করে নিলেও সমস্যা নেই। আর যাই ইন্সটল করুন না কেন, এই প্রক্রিয়ায় আপনার পেনড্রাইভ ফরমেট হবে। তাই পেনড্রাইভের ফাইল অন্যকোথাও ব্যাকআপ রাখুন।এখন যা করতে হবে:
- Rufus ডাউনলোড করুন।
- যে পেনড্রাইভ বুটেবল করবেন তা কানেক্ট করুন।
- Rufus এপ্লিকেশনটি ওপেন করুন।
- কম্পিউটারে যদি একাধিক পেনড্রাইভ/মেমরি কার্ড লাগানো থাকে তবে আপনার নির্ধারিত পেনড্রাইভটি সিলেক্ট করুন।
- ফাইল সিস্টেম (fat32/NTFS) সিলেক্ট করুন।
- Volume label দিতে পারেন। না দিলেও সমস্যা নেই।
- Quick format এ টিক দিন।
- Create bootable disk using এ টিক দিন, পাশের ড্রপডাউন মেনু থেকে ISO image সিলেক্ট করুন এবং পাশের সিডি ড্রাইভের আইকনে ক্লিক করে আপনার (Windows/Linux এর) .iso ফাইলটি সিলেক্ট করুন।
- এবার নিচে Start র ক্লিক করুন।
- Yes/No চাইলে Yes দিন।
- পুরো প্রক্রিয়াটি শেষ হলে Done লেখা উঠবে। তখন এপ্লিকেশনটি ক্লোজ করুন।
Method 2 - Universal USB Creator ব্যবহার করে পেনড্রাইভ বুটেবল করার পদ্ধতি:
পেনড্রাইভ বুটেবল করার জন্য এটিও একটি জনপ্রিয় সফটওয়্যার। বিশেষত লিনাক্স সেটাপ দেওয়ার ক্ষেত্রে এর জুড়ি নেই। এর উইজার ইন্টারফেসও অতি সহজ ও সরল। লিনাক্স সেটাপ বুটেবল করার ক্ষেত্রে পেনড্রাইভ ফরমেট করতে হয় না, তবে উইন্ডোজ সেটাপ বুটেবল করার সময় ফাইল সিস্টেম NTFS এ বা থাকলে ফরমেট করে নিতে হয়। এছাড়া কোনো সমস্যা নেই।এখন যা করতে হবে:
- Universal USB Creator ডাউনলোড দিন।
- যে পেনড্রাইভ বুটেবল করবেন তা কানেক্ট করুন।
- Universal USB Creator এপ্লিকেশনটি ওপেন করুন।
- I Agree তে ক্লিক করুন।
- Step 1 এ আপনি যে লিনাক্স ডিস্টো/উইন্ডোজ সেটাপ দিবেন তা সিলেক্ট করুন।
- Step 2 তে Browse করে আপনার লিনাক্স ডিস্টো/উইন্ডোজের .iso ফাইলটি সিলেক্ট করুন।
- Step 3 তে আপনার পেনড্রাইভ সিলেক্ট করুন।
- Create এ ক্লিক করুন। এবার একটি কনসোল এর মত উইন্ডোতে কালো পর্দায় সবুজ লেখা দেখতে পাবেন। আবার কিছু জিনিস কপি হতেও দেখা যাবে। কপি শেষ হলে আবার কনসোল আসবে, সবশেষে Done লেখা আসলে এপটি ক্লোজ করুন।
ধাপ-২: পেনড্রাইভ থেকে বুট করানো:
এই ধাপে পেনড্রাইভ থেকে পিসি বুট করা হবে। সাধারণত আমরা যখন পিসি চালু করি তখন হার্ডড্রাইভ থেকে এবং যখন উইন্ডোজ সেটাপ দিই তখন সিডি/ডিভিডি থেকে বুট হয়। এখন আমরা পেনড্রাইভ থেকে বুট করব কারণ আমরা পেনড্রাইভ থেকে লিনাক্স/উইন্ডোজ সেটাপ দিব।Method 0: পেনড্রাইভ থেকে পিসি বুট করা:
এই ধাপের কোনো নির্দিষ্ট নিয়ম নেই (তাই এটি Method 0!!!)। একেক পিসির ক্ষেত্রে একেকভাবে এটি করতে হয়। কিন্তু কাজ একই।যেভাবে করবেন:
- পেনড্রাইভ লাগিয়ে পিসি স্টার্ট করুন।
- পিসি স্টার্ট হওয়ার সময় (যখন পিসির নাম/লোগো) আসে তখন স্ক্রিনের উপরে-নিচে, ডানে-বামে কি কি লেখা উঠে তা খেয়াল করুন। একবারে বুঝতে না পারলে সাথে সাথে Ctrl + Alt + Delete চেপে পিসি রিস্টার্ট করে আবার লক্ষ্য করুন।
- দেখুন “Change Boot Order”/“Change Boot Device”/“Boot Order”/“Press F2/F8/Del/F9 to change boot order” ইত্যাদি লেখা উঠে কিনা। সেখানে যে বাটনের কথা লেখা আছে সেই বাটন চাপ দিন।
- 1st Boot Device হিসেবে পেনড্রাইভের নামে Enter চাপুন।
এবার বাকিটা সিডি/ডিভিডি থেকে উইন্ডোজ/লিনাক্স সেটাপ দেওয়ার মতই।
ধাপ-৩: উইন্ডোজ/লিনাক্স সেটাপ:
এইটা কঠিন কিছু না। আপনি সিডি/ডিভিডি থেকে যেভাবে সেটাপ দেন, ঠিক এখানেও সেম কাহিনী। (এটাকে প্রধান ধাপ বিবেচনা না করলেও পারা যেত!!!)আর কোন সমস্যা হলে নিচের কমেন্ট বক্স তো আছেই...
Search Queries:
Install windows and linux from pendrive, Windows এবং Linux সেটাপ থেকে দিন পেনড্রাইভ থেকে .
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন