শর্টকাট ভাইরাস নিয়ে অনেকেরই অনেক অভিযোগ। আজ আমরা দেখব কিভাবে শর্টকাট ভাইরাসের জ্বালা-যন্ত্রণা থেকে রেহাই পেতে পারি।
তাহলে শুরু করছি...
How To Get Rid Of Shortcut Virus:
অনেক সময় পেনড্রাইভ ইউসড দেখায়, কিন্তু ওপেন করলে ফাইল দেখা যায় না। :-হিডেন ফাইলস যেভাবে শো করবেন:
- Control Panel থেকে Folder Options এ যান (খুঁজে না পেলে Control Panel এ গিয়ে "Folder Options" লিখে সার্চ দিন)।
- View ট্যাবে গিয়ে "Show hidden files and folders" রেডিও বাটনটিতে ক্লিক করুন, নিচে "Hide protected operating system files (Recommended)" এর টিকটি উঠিয়ে দেন। পরে Yes দেন।
- Apply এবং OK করুন।
- এবার পেনড্রাইভ ওপেন করলে আবছা একটা ফোল্ডার দেখতে পাবেন। ঐ ফোল্ডারটি ওপেন করুন।
ব্যস, এখানেই আপনার যাবতীয় ফাইল... :-) :-)
আর শর্টকাট ভাইরাস থেকে পুরোদমে রেহাই পেতে:
- একটি ভালো এন্টিভাইরাস সফটওয়্যার ইন্সটল করুন। যেমন: Avast, AVG, Avaira, Norton, Bit-Defender, ESET ইত্যাদি।
- ফুল পিসি বুট টাইম স্ক্যান দিন।
- এবার যদি উইন্ডোজ নষ্ট হয়ে যায়, তবে আবার উইন্ডোজ সেটাপ দিন এবং পরে সাথে সাথে এন্টিভাইরাস সেটাপ দিন।
- পেনড্রাইভ, সিডি বা ডাউনলোড - যেভাবেই ফাইল পিসিতে কপি করেন না কেন, আগে স্ক্যান করে পরে ঢুকাবেন।
- আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, "কখনই এন্টিভাইরাসের রিয়েল টাইম প্রোটেকশন অফ করবেন না যদি না এ ব্যাপারে আপনি অভিজ্ঞ হন..."
ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না কিন্তু... :-)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন