![]() |
[অফারটি বর্তমানে বন্ধ আছে]
যারা টাকা-পয়সা খরচ করে এম্বি কিনতে কিনতে হয়রান, তাদের জন্য এয়ারটেল দিচ্ছে ১.২ টাকায় ৬০ এম্বি যার মেয়াদ থাকবে পুরো ২৮ দিন।
যেভাবে করবেন:
- Google Play Store থেকে My Airtel এপটি ডাউনলোড করে ওপেন করুন।
- মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করুন।
- এবার লগিন করুন।
- Mobile Internet ⏩ 3G Packages এ যান।
- 60 MB 1.2 TK 28 Days প্যাকটিতে ট্যাপ করুন।
- "I Accept the Terms & Conditions" এ টিক দিয়ে Active এ ট্যাপ করুন।
- এবার আপনার এয়ারটেল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে, সেটি লিখুন।
ব্যস, আপনি মাত্র ১.২ টাকায় ২৮ দিনের জন্য ৬০ এম্বি পেয়ে গেলেন... 😜😜😜
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন