![]() |
দেখে নিন নির্দিষ্ট তারিখে কি বার ছিল তা বের করার কৌশল |
Example: 2008 সালের 1 অক্টোবর কি বার ছিলো?
- ধরে নিই, প্রত্যেক বারের জন্য বার কোড:
শনিবার = 1, রবিবার = 2, সোমবার = 3, মঙ্গলবার = 4, বুধ = 5, বৃহস্পতিবার = 6, শুক্রবার = 0।
এবার
- প্রত্যেক মাসে দিনের সংখ্যা মনে গেঁথে নিই,
Jan = 31, Feb = 28, Mar = 31,
April = 30, May = 31, June = 30,
July = 31, Aug = 31, Sep = 30,
October = 31, Nov = 30, Dec = 31.
- নির্দিষ্ট তারিখে কি বার ছিল তা বের করার সূত্র:
নির্ণেয় দিনের বার কোড = "(A+B+C)/7" রাশিটির ভাগশেষ।
এখানে,
A = বছরের শেষের দুই অঙ্ক (এখানে 2008 ⏩ 08)
B = আপনি যে দিন বের করবেন সেদিন পর্যন্ত ঐ শতাব্দিতে যে কয়টা লিপ ইয়ার ছিল তার সংখ্যা (এখানে 3, কারণ 2000, 2004 এবং 2008)।
C = ২০০৮ সালের ১ অক্টোবর পর্যন্ত মোট যত দিন (এখানে, 275 = 31 + 29 + 31 + 3 0 + 31 + 30 + 31 + 31 + 30 + 1)।
এখন,
A + B + C = 08 + 3 + 275 = 286
যেহেতু, 286/7 এর ভাগশেষ 6।
সুতরাং, বার কোড অনুযায়ী দিনটি বৃহস্পতিবার ছিলো।
helpful silo
উত্তরমুছুনধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য :-)
মুছুন