অনেক সময় নানা প্রয়োজনে কিংবা কৌতুহলবশত ফাইল এক্সটেনশন পরিবর্তনের ইচ্ছা আমাদের কমবেশি জাগতেই পারে। এই পোস্টটিতে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে কিভাবে ফাইল এক্সটেনশন চেঞ্জ করা যায় তা-ই দেখানো হবে...
ফাইল এক্সটেনশন কি?
প্রায় প্রত্যেক ধরনের নামের পরে (.) ডট চিহ্নের ডানপাশে যে সংক্ষিপ্ত নাম বা কিছু অক্ষর সমষ্টি থাকে যা দ্বারা ফাইল ম্যানেজার ফাইলসমূহকে নির্দিষ্ট শ্রেণিতে সাজাতে পারে তাকেই সাধারণভাবে ফাইল এক্সটেনশন বলে। যেমন: বিভিন্ন অডিও গানের নামের পরে .mp3 আর ভিডিও গানের নামের পরে .mp4 লেখা থাকে।ফাইল এক্সটেনশন পরিবর্তন করার প্রয়োজন হয় কেন?
সোর্সকোড আছে এমন ফাইলের ফাইল এক্সটেনশন বদলে তা নোটপ্যাডে দেখার সুযোগ রয়েছে। যেমন: কোন .c, .cpp, .html ফাইলের এক্সটেনশন বদলে .txt করে দিয়ে ফাইলটি ওপেন করলে আপনি সহজেই এর সোর্সকোড দেখতে পাবেন, আলাদা সফটওয়্যার লাগবে না।
এবার আসি কিভাবে ফাইল এক্সটেনশন পরিবর্তন করবেন...
How To Change File Extension In Windows:
- Control Panel / Settings থেকে Folder Options খুঁজে বের করুন। প্রয়োজনে উপরের সার্চ বারের সাহায্য নিন।
- View ট্যাবে গিয়ে খুঁজে বের করুন "Hide extensions for known file types" এবং এর টিক চিহ্নটি উঠিয়ে দিন।
- এবার আপনার পছন্দের ফাইলটিতে রাইট ক্লিক করে Rename এ ক্লিক করুন আর (.) ডট চিহ্নের পর সুবিধামত ফাইল এক্সটেনশন ব্যবহার করুন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন