ইউটিউবের অনেক ভিডিও-ই অফলাইনে দেখার প্রয়োজন পড়ে। গান, টিউটোরিয়াল, ট্রেইলার, ম্যাজিক - অনেক ক্যাটেগরির ভিডিও থাকে ইউটিউবে। ইউটিউব এপে অবশ্য অফলাইনে ভিডিও দেখার জন্য ডাউনলোড অপশন থাকে ঠিকই, কিন্তু তা অন্য ডিভাইসে কপি করা যায় না। আবার কোন সফটওয়্যার দিয়ে Junk files ডিলিট করার সময় ভিডিওগুলোও ডিলিট হয়ে যায়। তাই উত্তম হচ্ছে পছন্দের ভিডিওটি ইউটিউব থেকে ডাউনলোড করে রাখা।
ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার এপ:
ইউটিউব থেকে ডাউনলোড করার জন্য তো কত প্রকার এপই না আছে। যেমন: Tubemate, Vidmate ইত্যাদি ইত্যাদি। তাহলে সফটওয়্যার ছাড়া ইউটিউব থেকে ভিডিও ডাউনলোডের প্রয়োজন কি?
ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার এপ ব্যবহারের অসুবিধা:
এখানেই মূল বিষয়।
- যারা মোবাইল ডাটা ব্যবহার করেন, তাদের জন্য এইসব এপ ব্যবহার করা একটু costly। কারণ এইসব এপে বিভিন্ন প্রকার এড আসে।
- নেই ভিডিও থাম্বনেইল বন্ধ করে রাখার উপায়, থাম্বনেইলগুলোও কোনো প্রকার রিসাইজ হওয়া ছাড়াই লোড হতে থাকে। এমনিতেই ২০ এম্বির ভিডিও ডাউনলোড দিলে ২৩/২৪ এম্বি কেটে যায়, তার উপর এই থাম্বনেইলের জ্বালায় ২০ এম্বির ভিডিও ডাউনলোড দিতে লেগে যায় ২৯/৩০ এম্বি।
- মোবাইলের স্টোরেজে অতিরিক্ত Junk file এবং থাম্বনেইল ফাইল ভর্তি হয়ে ফ্রি স্পেস কমে যাওয়া।
- মোবাইলের গতি কমে যাওয়া।
- এছাড়াও রয়েছে ডিডিও লিংক এক্সপায়ার হয়ে যাবার ভয়।
একারণে কোনো ইউটিউব ভিডিও ডাউনলোডার এপ ব্যবহার না করে ব্রাউজার ব্যবহার করাই উত্তম।
আজ আমরা দেখাব কিভাবে সফটওয়্যার ছাড়া ইউটিউব ভিডিও ডাউনলোড দেওয়া যায়।
তাহলে শুরু করছি...
How To Download Youtube Videos Without Software:
ব্রাউজার দিয়ে ইউটিউব ভিডিও ডাউনলোড করার অনেক ওয়েবসাইট ও পদ্ধতি রয়েছে। নিচে কয়েকটি উল্লেখ করা হল:
1. ভিডিও লিংক কপি পেস্ট করে:
savefrom.net, genyoutube.com, keepvid.in এমন অনেক সাইট আছে যেখানে ইউটিউব ভিডিও লিংক কপি পেস্ট করে ভিডিও ডাউনলোড করা যায়। এজন্য:
- ইউটিউবে পছন্দের ভিডিওর লিংকটি কপি করুন।
- উপরে উল্লেখিত যেকোনো একটি সাইটে যান।
- লিংকটি পেস্ট করে এন্টার চাপুন।
- বার প্রয়োজনমত ভিডিও কোয়ালিটি সিলেক্ট করে ডাউনলোড করুন।
2. লিংকের আগে ss যোগ করে:
a) ইউটিউবে পছন্দের ভিডিওটি প্লে করার সময় এড্রেসবারে লিংকটির আগে ss লিখে এন্টার চাপুন। যেমন:
আসল লিংক: www.youtube.com/watch?=......
ss লেখার পর: ssyoutube.com/watch?=......
b) এবার নতুন পেজটিতে প্রয়োজনমত ভিডিও কোয়ালিটিতে ক্লিক করলে ডাউনলোড হবে ভিডিওটি।
3. youtube.com এর বিকল্প:
এটি ইউটিউবের বিকল্প নয়, ইউটিউব সাইটের বিকল্প। এখানে ইউটিবের ভিডিওগুলো দেখতেও পারবেন, পাশাপাশি ডাউনলোডও করতে পারবেন। ব্রাউজারে এডব্লকার থাকলে সমস্যা হবে না, না থাকলেও সমস্যা হওয়ার কথা না। এজন্য:
a) www.youtube.com এর বদলে ব্রাউজারে www.genyoutube.com-এ যান। (অর্থাৎ, youtube শব্দটির আগে gen শব্দটি যুক্ত করবেন আর কি!)
b) এবার আপনার পছন্দের ভিডিওয়ের নাম বা চ্যানেলের নাম লিখে সার্চ দিন।
c) এবার ভিডিওয়ের নাম এলে ক্লিক করুন। ব্যস...
***সতর্কতা***
কোনো প্রকার এডে ক্লিক করবেন না। তাছাড়া অন্য কোন সাবধানতার দরকার নেই।
Search Queries:
সফটওয়্যার ছাড়াই ইউটিউব ভিডিও ডাউনলোড করুন, How To Download Youtube Videos Without Software
Search Queries:
সফটওয়্যার ছাড়াই ইউটিউব ভিডিও ডাউনলোড করুন, How To Download Youtube Videos Without Software
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন