টাইটেল দেখে ভড়কে গেলেন না তো?
হ্যাঁ, আপনিও পারবেন হলিউড ছবির নায়কের মত পেনড্রাইভকে পিসির পাসওয়ার্ড বানাতে। অর্থাৎ, আপনার নির্ধারিত পেনড্রাইভটি লাগালেই পিসি চালু হবে, নইলে চালু হবে না।
এতে যা যা সুবিধা থাকছে:
কোন কারণে পেনড্রাইভ হারিয়ে গেলে পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন। কেউ কম্পিউটারে অনুপ্রবেশ করতে চাইলে (পিসিতে ওয়েবক্যাম থাকলে) তার ছবি উঠবে, আসল ব্যবহারকারীর কাছে ইমেইল চলে যাবে। পেনড্রাইভ খোলার ৩০ মিনিট (অথবা ব্যবহারকারীর পূর্বে নির্ধারণ করা সময়) পর পিসি স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যাবে। মাউস ও কি-বোর্ড কাজ করবে না। পেনড্রাইভ আলাদাভাবে ফরমেট করার প্রয়োজন নেই (যদি ফাইল সিস্টেম fat32 হয়)। আর আপনার পেনড্রাইভে রাখা তথ্যেরও কিছু হবে না। কেউ সেইফ মোড ব্যবহার করেও এই লক খুলতে পারবে না। একটি পেনড্রাইভকে একাধিক কম্পিউটারের পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারবেন।
NTFS ফাইল সিস্টেমে এটি চালানোর চেষ্টা করবেন না। এতে ডাটা লসের সম্ভাবনা থাকে। এটি পেনড্রাইভের root ডিরেক্টরিতে একটি 1 KB সাইজের ফাইল সেভ করে যা পিসি লক খোলার জন্য জরুরি। এটি ডিলিট করবেন না। আর কেউ যদি বুদ্ধি করে এই ফাইলটি কপিও করে তাও সে আপনার পিসিতে এক্সেস করতে পারবে না।
বিস্তারিত জানতে www.predator-usb.com এর FAQ অংশ দেখুন।
Search Queries:
পেনড্রাইভকে বানান কম্পিউটারের পাসওয়ার্ড, Use A Pendrive As Your PC's Password Using Predator, Windows
হ্যাঁ, আপনিও পারবেন হলিউড ছবির নায়কের মত পেনড্রাইভকে পিসির পাসওয়ার্ড বানাতে। অর্থাৎ, আপনার নির্ধারিত পেনড্রাইভটি লাগালেই পিসি চালু হবে, নইলে চালু হবে না।
এতে যা যা সুবিধা থাকছে:
কোন কারণে পেনড্রাইভ হারিয়ে গেলে পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন। কেউ কম্পিউটারে অনুপ্রবেশ করতে চাইলে (পিসিতে ওয়েবক্যাম থাকলে) তার ছবি উঠবে, আসল ব্যবহারকারীর কাছে ইমেইল চলে যাবে। পেনড্রাইভ খোলার ৩০ মিনিট (অথবা ব্যবহারকারীর পূর্বে নির্ধারণ করা সময়) পর পিসি স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যাবে। মাউস ও কি-বোর্ড কাজ করবে না। পেনড্রাইভ আলাদাভাবে ফরমেট করার প্রয়োজন নেই (যদি ফাইল সিস্টেম fat32 হয়)। আর আপনার পেনড্রাইভে রাখা তথ্যেরও কিছু হবে না। কেউ সেইফ মোড ব্যবহার করেও এই লক খুলতে পারবে না। একটি পেনড্রাইভকে একাধিক কম্পিউটারের পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারবেন।
তাহলে শুরু করছি...
Use A Pendrive As Your PC's Password Using Predator:
- প্রথমে এখান থেকে ডাউনলোড দিয়ে ইন্সটল দিন।
- আপনার পেনড্রাইভটি লাগিয়ে সফটওয়্যারটি ওপেন করুন এবং পাসওয়ার্ড দিন, এটি পরবর্তীতে কাজে লাগতে পারে যদি পেনড্রাইভ হারিয়ে যায়। কাজ শেষ।
- এবার আপনি সেটিংস থেকে ইচ্ছা করলে Time Interval পরিবর্তন করতে পারেন। এটি হচ্ছে পেনড্রাইভ খোলার কত সেকেন্ড পর পিসি লক হবে ঐ সময়।
NTFS ফাইল সিস্টেমে এটি চালানোর চেষ্টা করবেন না। এতে ডাটা লসের সম্ভাবনা থাকে। এটি পেনড্রাইভের root ডিরেক্টরিতে একটি 1 KB সাইজের ফাইল সেভ করে যা পিসি লক খোলার জন্য জরুরি। এটি ডিলিট করবেন না। আর কেউ যদি বুদ্ধি করে এই ফাইলটি কপিও করে তাও সে আপনার পিসিতে এক্সেস করতে পারবে না।
বিস্তারিত জানতে www.predator-usb.com এর FAQ অংশ দেখুন।
Search Queries:
পেনড্রাইভকে বানান কম্পিউটারের পাসওয়ার্ড, Use A Pendrive As Your PC's Password Using Predator, Windows
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন