এন্ড্রয়েড ফোন ব্যবহার করেন কিন্তু Root এর নাম শোনেন নি এমন মানুষ হয়তো পাওয়াই যাবে না। যদিও নারীরা এ ব্যাপারে স্বতন্ত্র...
যাই হোক, সাধারণত লোকে রুট করে কান্ট্রি লক ও সিম লক খোলার জন্য। এছাড়া যারা রুট করে তাদের উদ্দ্যেশ্য বিভিন্ন। অনেকে নাকি মোবাইলের র্যাম বাড়ায় :-D :-D (এ নিয়ে পরবর্তীতে বলব)। আজকাল তো ওয়াই ফাই হ্যাক কিংবা ওয়াই ফাইয়ের সেভ করা পাসওয়ার্ড জানার জন্যও নাকি মানুষ রুট করে (এ নিয়েও পরবর্তীতে পোস্ট দেওয়া হবে), যদিও এর কার্যকারিতা কতটুকু তা শুধু অভিজ্ঞরাই জানে।
কিন্তু Root জিনিসটা কি এটা নিয়ে সবার মনে খুঁটিনাটি প্রশ্ন থাকেই। এই পোস্টটি মূলত তাদেরকেই উদ্দেশ্য করেই লেখা।
মনে হয় বুঝাইতে পারলাম না...
সহজ বাংলায় বললে,
অর্থাৎ, আপনি ইচ্ছা করলেই বা কোনো ক্ষতিকর প্রোগ্রাম আপনার পিসির C: ড্রাইভের কিছুগুরুত্বপূর্ণ ফাইল ডিলিট বা মডিফাই করে ফেলতে পারে (সব না)। কিন্তু সদ্য কেনা এন্ড্রয়েডেআপনিপিসির মত এত সহজেই এমনটা করতে পারবেন না। কারণ তাতে রুট পারমিশন থাকেনা। অর্থাৎ রুট না করলে আপনার ফোন অনেকাংশেইসুরক্ষিত থাকে।
যখন আপনি ফোন রুট করেন, তখন হয়ত আপনি অনেক প্রোগ্রাম (যা আগে ব্যব্যহার করতে পারতেন না) ব্যবহার করতে পারবেন,কিন্তু তাতে ঝুঁকি রয়েছে...
রুট করার কারণে আপনার ফোনের ওয়ারেন্টি বাতিল হয়ে যাবে, যা খুবই দুঃখজনক...
আবার যদি কোন উল্টাপাল্টা সফটওয়্যার বা ম্যালওয়্যার আপনার মোবাইলে ইন্সটল হয়ে যায়, তবে আপনার ফোন পুরোপুরি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তখন পিসি দিয়ে ঠিক করতেহবে। যদি পিসি না থাকে বা আপনি অতটা অভিজ্ঞ না হন, তবে কম্পিউটারের দোকানে গিয়ে ৩০০/সাড়ে ৩০০ টাকা ঢালবেন, এই আর কি!
রুট করা সম্পূর্ণই আপনার ব্যাপার, শুধু রিস্কের ব্যাপারটা মাথায় রাখবেন...
Search Queries:
Root কি জিনিস?, What is ROOT .
যাই হোক, সাধারণত লোকে রুট করে কান্ট্রি লক ও সিম লক খোলার জন্য। এছাড়া যারা রুট করে তাদের উদ্দ্যেশ্য বিভিন্ন। অনেকে নাকি মোবাইলের র্যাম বাড়ায় :-D :-D (এ নিয়ে পরবর্তীতে বলব)। আজকাল তো ওয়াই ফাই হ্যাক কিংবা ওয়াই ফাইয়ের সেভ করা পাসওয়ার্ড জানার জন্যও নাকি মানুষ রুট করে (এ নিয়েও পরবর্তীতে পোস্ট দেওয়া হবে), যদিও এর কার্যকারিতা কতটুকু তা শুধু অভিজ্ঞরাই জানে।
কিন্তু Root জিনিসটা কি এটা নিয়ে সবার মনে খুঁটিনাটি প্রশ্ন থাকেই। এই পোস্টটি মূলত তাদেরকেই উদ্দেশ্য করেই লেখা।
Root কি জিনিস?
Root করা মানে হল এক ধরনের অনুমতি বা পারমিশন পাওয়া, যার ফলে ব্যবহারকারী তার এন্ড্রয়েড ফোনের অপারেটিং সিস্টেম ফাইল মডিফাই করার সুযোগ পায়।মনে হয় বুঝাইতে পারলাম না...
সহজ বাংলায় বললে,
“রুট হচ্ছে এন্ড্রয়েডের গুরুত্বপূর্ণ সিস্টেম ফাইলের জন্য একপ্রকার সুরক্ষা ব্যবস্থা।“যারা পিসি চালাতে পারেন তারা অনেকেই উইন্ডোজ সেটাপ দিতে জানেন বা সেটাপ দিতে দেখেছেন।সাধারণত C: ড্রাইভের কোন ফাইলে (অর্থাৎ অপারেটিং সিস্টেম ফাইল) ভাইরাস বা অন্য কোন কারণে সমস্যা হলে কম্পিউটার ঠিকমত চালু হয়না, সেই কারণে আমরা উইন্ডোজ সেটাপ দিই। কম্পিউটারে (সাধারণত উইন্ডোজে) এন্ড্রয়েডের মত রুট করতে হয় না।
অর্থাৎ, আপনি ইচ্ছা করলেই বা কোনো ক্ষতিকর প্রোগ্রাম আপনার পিসির C: ড্রাইভের কিছুগুরুত্বপূর্ণ ফাইল ডিলিট বা মডিফাই করে ফেলতে পারে (সব না)। কিন্তু সদ্য কেনা এন্ড্রয়েডেআপনিপিসির মত এত সহজেই এমনটা করতে পারবেন না। কারণ তাতে রুট পারমিশন থাকেনা। অর্থাৎ রুট না করলে আপনার ফোন অনেকাংশেইসুরক্ষিত থাকে।
যখন আপনি ফোন রুট করেন, তখন হয়ত আপনি অনেক প্রোগ্রাম (যা আগে ব্যব্যহার করতে পারতেন না) ব্যবহার করতে পারবেন,কিন্তু তাতে ঝুঁকি রয়েছে...
রুট করার কারণে আপনার ফোনের ওয়ারেন্টি বাতিল হয়ে যাবে, যা খুবই দুঃখজনক...
আবার যদি কোন উল্টাপাল্টা সফটওয়্যার বা ম্যালওয়্যার আপনার মোবাইলে ইন্সটল হয়ে যায়, তবে আপনার ফোন পুরোপুরি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তখন পিসি দিয়ে ঠিক করতেহবে। যদি পিসি না থাকে বা আপনি অতটা অভিজ্ঞ না হন, তবে কম্পিউটারের দোকানে গিয়ে ৩০০/সাড়ে ৩০০ টাকা ঢালবেন, এই আর কি!
রুট করা সম্পূর্ণই আপনার ব্যাপার, শুধু রিস্কের ব্যাপারটা মাথায় রাখবেন...
Search Queries:
Root কি জিনিস?, What is ROOT .
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন