টাইটেল দেখেই বুঝতে পারছেন কি নিয়ে আজকের পোস্ট। এই পোস্টে আমরা সফটওয়্যার ছাড়া ও সফটওয়্যার দিয়ে ২ ভাবেই ফাইল হাইড করার পদ্ধতি দেখব।
তাহলে শুরু করছি...
1. (.) ডট ব্যবহার করে:
এই মেথডটি সব ফোনে কাজ করবে না। তবে অধিকাংশ ফোনেই কাজ করবে।
এখন হাইড করা ফাইল খুঁজে পেতে RAR বা ES File Explorer এপ ইন্সটল করে দেখতে পারবেন।
2. ".nomedia" ফাইল ব্যবহার করে:
এক্ষেত্রে ফাইল ম্যানেজার দিয়ে হিডেন ফাইল দেখা গেলেও Gallery, Photos, Mx Player, VLC সহ অন্যান্য এপে আপনার কাঙ্ক্ষিত ফাইলটি অটোমেটিক্যালি দেখা যাবে না। কিন্তু যেসব এপের নিজস্ব ফাইল ম্যানেজার রয়েছে সেক্ষেত্রে ঐ ফাইল ম্যানেজার দিয়ে হিডেন ফাইলের লোকেশনে গেলে ফাইলটি দেখা যাবে।
সহজভাবে বললে, আপনি কিছু ফটো/ভিডিও Gallery তে (বা অন্য কোন এপে) শো করাতে চান না। সেক্ষেত্রে এই ট্রিকটি ফলো করুন:
তাহলে এবার ঐ ফোল্ডারে রাখা কোন অডিও, ভিডিও, ফটো কিংবা যেকোনো ফাইল কোন এপ শো করবে না।
[এখানে লক্ষণীয় যে, বর্তমানের অনেক ফোনেই টেক্সট এডিটিং সফটওয়্যার আগে থেকেই ইন্সটল্ড থাকে বলে ফাইল হাইড করার এই পদ্ধতিটি "এপ ছাড়া ফাইল হাইড" এর ক্যাটাগরিতে ফেলা হলো।]
3. ফাইল এক্সটেনশন পরিবর্তন করে:
ফাইল এক্সটেনশন হলো ফাইলের নামের শেষ অংশ। যেমন: "song.mp3" - এখানে "mp3" হচ্ছে ফাইল এক্সটেনশন। অনেক এন্ড্রয়েডের ডিফল্ট ফাইল ম্যানেজার দিয়েই ফাইলের এক্সটেনশন পরিবর্তন করা যায়। এক্ষেত্রে:
ব্যস, এবার এই ফাইলটি ওপেন করলে Error দেখাবে। ফলে ফাইলটির তথ্য কেউ বুঝতে পারবে না। ফাইলটি ঠিক করতে শুধু Rename এ গিয়ে আগের ফাইল এক্সটেনশনটি লিখে দিন। যেমন উপরের উদাহরণের ক্ষেত্রে "txt" এর জায়গায় "mp3" লিখবেন।
এপ দিয়ে ফাইল হাইড করার অনেক সফটওয়্যার আছে। এদের অনেকগুলোতেই ফাইল হাইড করা গেলেও পিসিতে ফোন কানেক্ট করলেই বা অন্যের ফোনে মেমরি কার্ড লাগালেই হিডেন ফাইলগুলো দেখা যায়। আমরা কখনই এমনটি চাইবো না।
1. ES File Explorer:
এ সফটওয়্যারটি আমাদের অনেকের ফোনে থাকলেও এর দ্বারা যে ফাইলকে ১২৮-বিট এনক্রিপশন দ্বারা সুরক্ষা করা যায় তা আমরা অনেকেই জানি না।
ফোনের যেকোন ফাইলে ১২৮-বিট এনক্রিপশন প্রয়োগ করতে:
ব্যস, এবার কেউ বুঝতে পারবে না এটা কিসের ফাইল। প্রয়োজনে ফাইলটিকে একটু অন্য নামে Rename করুন।
তাহলে শুরু করছি...
How To Hide Files Without Any App On Android
1. (.) ডট ব্যবহার করে:
এই মেথডটি সব ফোনে কাজ করবে না। তবে অধিকাংশ ফোনেই কাজ করবে।
- ফোনের ডিফল্ট ফাইল ম্যানেজার দিয়ে ফোন মেমরি বা মেমরি কার্ডে প্রবেশ করুন।
- যেকোনো নাম দিয়ে একটি ফোল্ডার ক্রিয়েট করুন। যেমন: hidden।
- ফোল্ডারটিতে আপনার প্রয়োজনীয় ফাইল কপি করুন।
- এবার ফোল্ডারটি Rename করুন সামনে একটি ডট (.) দিয়ে। যেমন: .hidden।
- এবার আপনি দেখতে পাবেন যে ফোল্ডারটি Hide হয়ে গেছে।
এখন হাইড করা ফাইল খুঁজে পেতে RAR বা ES File Explorer এপ ইন্সটল করে দেখতে পারবেন।
2. ".nomedia" ফাইল ব্যবহার করে:
এক্ষেত্রে ফাইল ম্যানেজার দিয়ে হিডেন ফাইল দেখা গেলেও Gallery, Photos, Mx Player, VLC সহ অন্যান্য এপে আপনার কাঙ্ক্ষিত ফাইলটি অটোমেটিক্যালি দেখা যাবে না। কিন্তু যেসব এপের নিজস্ব ফাইল ম্যানেজার রয়েছে সেক্ষেত্রে ঐ ফাইল ম্যানেজার দিয়ে হিডেন ফাইলের লোকেশনে গেলে ফাইলটি দেখা যাবে।
সহজভাবে বললে, আপনি কিছু ফটো/ভিডিও Gallery তে (বা অন্য কোন এপে) শো করাতে চান না। সেক্ষেত্রে এই ট্রিকটি ফলো করুন:
- আপনার সমস্ত জরুরী ফাইলগুলো একটি ফোল্ডারে কপি করুন।
- এবার ফোনের ডিফল্ট Text Editing এপ (না থাকলে Play Store থেকে Quick Edit এপটি ডাউনলোড করুন) ওপেন করে নতুন একটি টেক্সট ফাইল খুলুন।
- টেক্সট ফাইলটিতে কোন কিছু না লিখেই .nomedia নামে সেভ করুন।
- এবার .nomedia ফাইলটি আপনার কাঙ্ক্ষিত ফোল্ডারে কপি করুন।
তাহলে এবার ঐ ফোল্ডারে রাখা কোন অডিও, ভিডিও, ফটো কিংবা যেকোনো ফাইল কোন এপ শো করবে না।
[এখানে লক্ষণীয় যে, বর্তমানের অনেক ফোনেই টেক্সট এডিটিং সফটওয়্যার আগে থেকেই ইন্সটল্ড থাকে বলে ফাইল হাইড করার এই পদ্ধতিটি "এপ ছাড়া ফাইল হাইড" এর ক্যাটাগরিতে ফেলা হলো।]
3. ফাইল এক্সটেনশন পরিবর্তন করে:
ফাইল এক্সটেনশন হলো ফাইলের নামের শেষ অংশ। যেমন: "song.mp3" - এখানে "mp3" হচ্ছে ফাইল এক্সটেনশন। অনেক এন্ড্রয়েডের ডিফল্ট ফাইল ম্যানেজার দিয়েই ফাইলের এক্সটেনশন পরিবর্তন করা যায়। এক্ষেত্রে:
- আপনার ফোনের File Manager এপ ওপেন করুন।
- যেকোনো ফাইলে ১ সেকেন্ড চেপে রাখুন।
- এবার Rename এ দিয়ে ফাইল এক্সটেনশনটি পরিবর্তন করে ফেলুন। যেমন: "song.mp3" এখানে "mp3" অংশটি কেটে দিয়ে সেভ করুন অথবা অন্য কিছু (jpg/mp4/txt/যেকোনো শব্দ) লিখে দিন। ধরুন, "song.txt" লিখে দিলেন।
ব্যস, এবার এই ফাইলটি ওপেন করলে Error দেখাবে। ফলে ফাইলটির তথ্য কেউ বুঝতে পারবে না। ফাইলটি ঠিক করতে শুধু Rename এ গিয়ে আগের ফাইল এক্সটেনশনটি লিখে দিন। যেমন উপরের উদাহরণের ক্ষেত্রে "txt" এর জায়গায় "mp3" লিখবেন।
How To Hide (Secure) Files With Apps:
এপ দিয়ে ফাইল হাইড করার অনেক সফটওয়্যার আছে। এদের অনেকগুলোতেই ফাইল হাইড করা গেলেও পিসিতে ফোন কানেক্ট করলেই বা অন্যের ফোনে মেমরি কার্ড লাগালেই হিডেন ফাইলগুলো দেখা যায়। আমরা কখনই এমনটি চাইবো না।
1. ES File Explorer:
এ সফটওয়্যারটি আমাদের অনেকের ফোনে থাকলেও এর দ্বারা যে ফাইলকে ১২৮-বিট এনক্রিপশন দ্বারা সুরক্ষা করা যায় তা আমরা অনেকেই জানি না।
ফোনের যেকোন ফাইলে ১২৮-বিট এনক্রিপশন প্রয়োগ করতে:
- প্লে-স্টোর থেকে ES File Explorer সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করুন।
- ES File Explorer ওপেন করে যেকোনো ফাইলের উপর ১ সেকেন্ড চেপে রাখুন।
- নিচে ডান পাশে Options থেকে Encription এ যান।
- এবার ফাইলের জন্য পাসওয়্যার্ড সেট করুন।
ব্যস, এবার কেউ বুঝতে পারবে না এটা কিসের ফাইল। প্রয়োজনে ফাইলটিকে একটু অন্য নামে Rename করুন।