[রুট করার আগে এই পোস্টটি অবশ্যই পড়ুন]
আজ আপনাদের দেখাবো কিভাবে এন্ড্রোয়েড ডিভাইস রুট করতে হয়।
তো চলুন, শুরু করা যাক...
[নেট কানেকশন অবশ্যই অন রাখবেন]
[পিসিতে নেট কানেকশন অন থাকা লাগবে]
এক্ষেত্রে একেক ফোনের জন্য একেক সফটওয়্যার লাগবে। Root করার আগে অবশ্যই আপনার যাবতীয় ডাটা ব্যাকআপ করে রাখবেন।
For Samsung Mobiles:
ব্যস, হয়ে গেলো ফোন রুট করা...
Search Queries:
কিভাবে রুট করতে হয়, রুট করে কি লাভ, রুট কি ও কেন, রুট কি জিনিস, রুট মানে কি, How to root .
আজ আপনাদের দেখাবো কিভাবে এন্ড্রোয়েড ডিভাইস রুট করতে হয়।
তো চলুন, শুরু করা যাক...
How To Root Android Devices
- মেথড-১: Safe One-Tap Root
[নেট কানেকশন অবশ্যই অন রাখবেন]- Kingroot বা Kingoroot ডাউনলোড ও ইন্সটল করুন।
- "Try Root" এ ট্যাপ করুন।
- Kingroot কাজ না করলে Kingoroot ট্রাই করবেন।
- মেথড-২: Safe Root From PC
[পিসিতে নেট কানেকশন অন থাকা লাগবে]- পিসির জন্য Kingroot বা Kingoroot ডাউনলোড করে ইন্সটল দিন।
- এন্ডোয়েডে Settings ➨ Developer Mode অন করুন এবং Developer Mode এ USB Debugging অন করুন।
- এন্ড্রোয়েড পিসির সাথে কানেক্ট করুন।
- এবার Kingroot বা Kingoroot ওপেন করুন এবং স্ক্রিনে নির্দেশনা অনুযায়ী Next/OK করুন।
- Kingroot বা Kingoroot, একটা কাজ না করলে আরেকটা ট্রাই করুন।
- মেথড-৩: [Risky, but effective] Root From PC Using Custom Rom (TWRP)
এক্ষেত্রে একেক ফোনের জন্য একেক সফটওয়্যার লাগবে। Root করার আগে অবশ্যই আপনার যাবতীয় ডাটা ব্যাকআপ করে রাখবেন।For Samsung Mobiles:
- Odin সফটওয়্যার, Samsung USB Driver ও ABD Driver ডাউনলোড করে ইন্সটল দিন (Odin সাধারণত ইন্সটল দিতে হয় না)।
- গুগল সার্চ করে আপনার ফোনের জন্য TWRP Custom Rom খুঁজুন। এটি সাধারণত .tar বা .md5 এক্সটেনশনের হয়ে থাকে। ফোনের মডেল লিখে এভাবে সার্চ দিতে পারেন:
SM-J105H root with TWRP
- SuperSU এর .zip ফাইল ডাউনলোড করে মোবাইলের ফোন মেমরি অথবা মেমরি কার্ডের রুট ডিরেক্টরিতে কপি করে রাখুন (অর্থাৎ কোনো ফোল্ডারে কপি করবেন না)।
- এন্ডোয়েডে Settings ⇒ Developer Mode অন করুন এবং Developer Mode এ USB Debugging এবং OEM Unlock অন করুন। ফোন রুট করার পরেও এই অপশনগুলি বন্ধ করবেন না, এতে আবার FAP Lock এর ঝামেলায় পড়তে পারেন, তখন ফোন ফুল ফ্ল্যাশ করা ছাড়া আর কোনো উপায় নেই।
- সব কাজ সেরে এন্ড্রোয়েড Shut Down করুন।
- এবার Power Button + Volume Down + Home Button এক সাথে ৫ সেকেন্ড চাপুন, এতে ডাউনলোড মোড চালু হবে।
- Volume Up বাটন চাপুন।
- এবার এন্ড্রোয়েড পিসিতে USB Cable দিয়ে কানেক্ট করুন এবং Odin সফটওয়্যারটি ওপেন করুন।
- "
" লেখা উঠলে বুঝা যাবে যে কানেক্ট হয়েছে। এবার AP এ ক্লিক করে TWRP Custom Rom ফাইলটি সিলেক্ট করুন। - Options থেকে Auto Reboot এর টিকটি উঠিয়ে দিন।
- এবার নিচে Start এ ক্লিক করুন। পিসির সাথে এন্ড্রোয়েডের কানেকশন খুলে ফেলবেন না।
- Odin এর উপরে বামপাশে PASS লেখা উঠলে বুঝবেন কাজ শেষ।
- এবার পিসি থেকে USB Cable খুলে নিন। ফোনের ব্যাটারি খুলে আবার লাগান।
- এবার Power Button + Volume UP + Home Button এক সাথে ৫ সেকেন্ড চাপুন, এতে Recovery Mode মোড চালু হবে।
- এবার Swipe করতে বললে Swipe করুন। Install এ ট্যাপ করুন।
- ফোন মেমরিতে রাখা ফাইল-ফোল্ডারগুলো দেখাবে, সেখান থেকে SuperSU এর .zip ফাইলটিতে ট্যাপ করুন।
- আবার Swipe করতে বললে Swipe করুন।
- তারপর হাবিজাবি লেখা আসবে, ওগুলো বুঝার দরকার নেই। কাজ শেষ হলে মোবাইল রিস্টার্ট করার অপশন আসবে, আসলে ট্যাপ করুন। Swipe করতে বললে Swipe করুন।
- ফোন প্রথমবার চালু হতে একটু দেরি লাগবে।
ব্যস, হয়ে গেলো ফোন রুট করা...
Search Queries:
কিভাবে রুট করতে হয়, রুট করে কি লাভ, রুট কি ও কেন, রুট কি জিনিস, রুট মানে কি, How to root .
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন