আজকে আপনাদের দেখাবো কিভাবে উইন্ডোজে এমন একটি ফোল্ডার বানাবেন যা ডিলিট কিংবা নাম বদল করা যাবে না।
তাহলে শুরু করছি...
Search Tags:
আনডিলিটেবল ফোল্ডার, যে ফোল্ডার ডিলিট করা যাবে না, ফোল্ডার ডিলিট করা যাবে না, একটি Undeletable এবং Unrenamable ফোল্ডার তৈরি করুন, আপনার ফাইল সুরক্ষিত রাখুন.
তাহলে শুরু করছি...
How To Create An Undeletable & Unrenamable Folder In Windows
নিচের পদ্ধতি অনুসরণ করুন:
- Windows Button + r চেপে Run এ যান।
- Run এ এটি লিখে এন্টার চাপুন:
cmd
- এবার আপনাকে মনে মনে সিলেক্ট করতে হবে কোন ড্রাইভে ফোল্ডারটি রাখবেন। তবে C: ড্রাইভ বা যে ড্রাইভে উইন্ডোজ আছে সেই ড্রাইভ ব্যবহার করা যাবে না।
- ধরা যাক D: ড্রাইভে ফোল্ডারটি তৈরি করা হবে। cmd তে এটি লিখে এন্টার চাপুন:
D:
- এবার এটি লিখে এন্টার চাপুন:
md lpt1\
- এবার Computer এ D: ড্রাইভে ঢুকলে দেখবেন যে lpt1 নামে একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে।
এবার ফোল্ডারটি ডিলিট করতে:
- Windows Button + r চেপে Run এ যান।
- Run এ এটি লিখে এন্টার চাপুন:
cmd
- যে ড্রাইভে ফোল্ডারটি আছে সেটি ও পাশে কোলন দিয়ে এন্টার চাপুন। এক্ষেত্রে:
D:
- এবার এটি লিখে এন্টার চাপুন:
rd lpt1\
- এবার Computer এ D: ড্রাইভে ঢুকলে দেখবেন যে lpt1 নামের ফোল্ডারটি ডিলিট হয়ে গেছে।
Search Tags:
আনডিলিটেবল ফোল্ডার, যে ফোল্ডার ডিলিট করা যাবে না, ফোল্ডার ডিলিট করা যাবে না, একটি Undeletable এবং Unrenamable ফোল্ডার তৈরি করুন, আপনার ফাইল সুরক্ষিত রাখুন.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন