আজ আপনাদের এমন এক জিনিসের কথা বলব...
ভূমিকায় কি বলব বুঝতে পারছি না, কিন্তু আপনারা যারা স্লো ইন্টারনেট কানেকশন ব্যবহার করেন এবং এম্বি কম কিনে ইউসি মিনি কিংবা অপেরা মিনিতে ওয়েবপেজের চেহারা দেখে সন্তুষ্ট থাকতে পারেন না, তাদের জন্য Google Web Light হচ্ছে বিরাট এক আশির্বাদ। হয়ত গুগল ক্রোমের মত এক্সপেরিয়েন্স পাবেন না, কিন্তু ক্যাপচার মত জিনিসপত্র বাদে প্রায় অনেক প্রয়োজনীয় ইলিমেন্ট যা সাধারণ ভাবে মোবাইল ব্রাউজারগুলোতে দেখা যায় না তা দেখতে পাবেন। স্লো নেট কানেকশনে রিচ ব্রাউজিং এক্সপেরিয়েন্সের জন্য Google Web Light এর জুড়ি নেই। তাছাড়া, ব্লকড সাইটে ঢুকতেও সাহায্য করবে এই Google Web Light। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ছোট্ট পোস্টটি শুরু করছি...
এজন্য খুব বেশি কিছু করতে হবে না। শুধু ওয়েবসাইটের লিংকের আগে googleweblight.com/?lite_url= লাগিয়ে দিতে হবে।
যেমন: আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে এভাবে লিখতে হবে:
Search Tags:
স্লো স্পীডে মজাদার ব্রাউজিং, কম স্পিডেও ভালো ব্রাউজিং, ইন্টারনেটের কম স্পিড, পেজ লোড হতে দেরি হয়, তাড়াতাড়ি পেজ লোডিং.
ভূমিকায় কি বলব বুঝতে পারছি না, কিন্তু আপনারা যারা স্লো ইন্টারনেট কানেকশন ব্যবহার করেন এবং এম্বি কম কিনে ইউসি মিনি কিংবা অপেরা মিনিতে ওয়েবপেজের চেহারা দেখে সন্তুষ্ট থাকতে পারেন না, তাদের জন্য Google Web Light হচ্ছে বিরাট এক আশির্বাদ। হয়ত গুগল ক্রোমের মত এক্সপেরিয়েন্স পাবেন না, কিন্তু ক্যাপচার মত জিনিসপত্র বাদে প্রায় অনেক প্রয়োজনীয় ইলিমেন্ট যা সাধারণ ভাবে মোবাইল ব্রাউজারগুলোতে দেখা যায় না তা দেখতে পাবেন। স্লো নেট কানেকশনে রিচ ব্রাউজিং এক্সপেরিয়েন্সের জন্য Google Web Light এর জুড়ি নেই। তাছাড়া, ব্লকড সাইটে ঢুকতেও সাহায্য করবে এই Google Web Light। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ছোট্ট পোস্টটি শুরু করছি...
Google Web Light - Rich Browsing Experience On Low Resource
googleweblight.com/?lite_url=https://techsmsbd.comতবে এখানে লক্ষণীয়:
- সমান চিহ্নের পরে http কানেকশনে https দিলে বা https কানেকশনে http দিলে Transcoding Failed আসতে পারে। সেক্ষেত্রে অতিরিক্ত s টি কেটে বা যোগ করে আবার চেষ্টা করুন।
- লিংকের শেষে amp, ? (প্রশ্নবোধক চিহ্ন) ইত্যাদি থাকলে কেটে দিন।
- লিংকের শেষে / (স্ল্যাশ), php, htm, html বা পেজ নেম থাকলে সমস্যা নেই।
- মোটকথা, লিংকটি হতে হবে এই রকমের:
- 1.
googleweblight.com/?lite_url=https://techsmsbd.com
2.googleweblight.com/?lite_url=https://techsmsbd.com/pages
3.googleweblight.com/?lite_url=https://techsmsbd.com/3/11/sadfasdhf.html
4.googleweblight.com/?lite_url=https://techsmsbd.com/dhg/fgdf/fgfdg.php
- আপনারা Google Web Light এর লিংকটি বুকমার্ক বা স্পিড ডায়ালে রেখে দিতে পারেন।
googleweblight.com/?lite_url=
- এখন কোন পেজে ঢুকার পরে যদি লোডিং দেরি হয় বা পেজের চেহারা দেখে ভালো না লাগে, তবে ঝটপট এড্রেসবার থেকে ঐ পেজের লিংকটি কপি করে বুকমার্ক থেকে Google Web Light এর লিংকে ঢুকুন।
- এতে সাদা পেজ দেখা যাবে। এখন এড্রেসবারের লিংকের শেষে কারসর রেখে লিংক পেস্ট করে এন্টার দিন। পূর্বে উল্লেখিত http এবং https এর ব্যাপারটি খেয়াল রাখবেন।
Search Tags:
স্লো স্পীডে মজাদার ব্রাউজিং, কম স্পিডেও ভালো ব্রাউজিং, ইন্টারনেটের কম স্পিড, পেজ লোড হতে দেরি হয়, তাড়াতাড়ি পেজ লোডিং.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন