উইন্ডোজ হচ্ছে সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম যা পৃথিবীর অধিকাংশ মানুষ ব্যবহার করে থাকেন। উইন্ডোজে সফটওয়্যার ছাড়া ও সফটওয়্যার সহ ফাইল হাইড করার পদ্ধতি নিয়েই আমাদের আজকের পোস্ট।
ব্যস, ফাইল হাইড হয়ে গেলো। একদম সহজ।
হিডেন ফাইল দেখার নিয়মও একদম সহজ। এজন্য:
এবার আপনি আপনার হাইড করা ফাইল ও ফোল্ডারগুলো দেখতে পাবেন। কিন্তু এই পদ্ধতিতে ফাইল হাইড করলে যে কেউই আপনার ফাইলসমূহ দেখে ফেলতে পারে। কারণ এটি ফাইল হাইড করার অতি কমন একটি ট্রিক।
Wise Folder Hider দিয়ে যেভাবে ফাইল হাইড করবেন:
ব্যস, ফাইল হাইড হয়ে গেলো। একদম সহজ।
এই সফটওয়্যার দিয়ে হিডেন ফাইল দেখার নিয়মও একদম সহজ। এজন্য:
এক্ষেত্রে Wise Folder Hider সফটওয়্যারটি ক্লোজ করলে আপনার সেই ফাইলটি আবার পুনরায় হাইড হয়ে যাবে। ফাইলটি আর হিডেন না করতে চাইলে সফটওয়্যারটি ওপেন করে কাঙ্খিত ফাইলে রাইট ক্লিক করে Remove From List দিন।
How To Hide Files In Windows
সফটওয়্যার ছাড়া:
- যেই ফাইল বা ফোল্ডারটি হাইড করতে চান, তাতে রাইট ক্লিক করে Properties অপশনে যান।
- নিচের দিকে Hidden এ টিক দিয়ে ওকে করুন।
ব্যস, ফাইল হাইড হয়ে গেলো। একদম সহজ।
হিডেন ফাইল দেখার নিয়মও একদম সহজ। এজন্য:
- Start Menu থেকে Control Panel এ যান।
- Control Panel এর সার্চ বারে সার্চ দিন "Folder Options" এবং Folder Options এ ক্লিক করুন।
- উপরে View ট্যাবে যান।
- নিচের সেকশনে দেখুন একটি রেডিও বাটন "Show hidden files and folders", এতে ক্লিক করুন।
- এবার Apply এবং OK করুন।
এবার আপনি আপনার হাইড করা ফাইল ও ফোল্ডারগুলো দেখতে পাবেন। কিন্তু এই পদ্ধতিতে ফাইল হাইড করলে যে কেউই আপনার ফাইলসমূহ দেখে ফেলতে পারে। কারণ এটি ফাইল হাইড করার অতি কমন একটি ট্রিক।
সফটওয়্যার দিয়ে:
যেহেতু সফটওয়্যার ছাড়া ফাইল হাইড করার পদ্ধতি অধিকাংশ মানুষেরই জানা, তাই এ পদ্ধতিতে গোপন ফাইল হাইড করা বুদ্ধিমানের কাজ নয়। তাই প্রয়োজন বিশেষ সফটওয়্যার। উইন্ডোজের জন্য অনেক সফটওয়্যার আছে ফাইল হাইড করার জন্য। এদের মধ্যে Wise Folder Hider সবচেয়ে কার্যকরী।Wise Folder Hider দিয়ে যেভাবে ফাইল হাইড করবেন:
- প্রথমে এই লিংক থেকে Wise Folder Hider সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করুন। এটি একটি ফ্রি সফটওয়্যার :-)।
- সফটওয়্যারটি ওপেন করলে পাসওয়ার্ড চাইবে। এই পাসওয়ার্ডটি পরবর্তীতে হিডেন ফাইল দেখার জন্য প্রয়োজন হবে।
- এবার উপরে Add Folder/Add File দিয়ে আপনার ফাইল হাইড করুন। অথবা, আপনি যে ফাইল বা ফোল্ডারটি হাইড করবেন, তা ড্র্যাগ এন্ড ড্রপ করে (মাউসের লেফট বাটন চেপে টেনে এনে) Wise Folder Hider সফটওয়্যারটির উইন্ডোতে ফেলুন। অতঃপর সফটওয়্যারটি ক্লোজ করুন।
ব্যস, ফাইল হাইড হয়ে গেলো। একদম সহজ।
এই সফটওয়্যার দিয়ে হিডেন ফাইল দেখার নিয়মও একদম সহজ। এজন্য:
- ডেস্কটপ থেকে Wise Folder Hider সফটওয়্যারটি ওপেন করুন।
- এবার পাসওয়ার্ড চাইবে। পাসওয়্যার্ড দিন।
- এবার যে ফাইলটি দেখতে চান তার পাশে Unhide লেখাটিতে ক্লিক করুন। এতে আপনি যে ফাইল বা ফোল্ডারটি হাইড করেছেন সেই লোকেশনে গেলে আপনার ফাইল/ফোল্ডার দেখতে পাবেন।
এক্ষেত্রে Wise Folder Hider সফটওয়্যারটি ক্লোজ করলে আপনার সেই ফাইলটি আবার পুনরায় হাইড হয়ে যাবে। ফাইলটি আর হিডেন না করতে চাইলে সফটওয়্যারটি ওপেন করে কাঙ্খিত ফাইলে রাইট ক্লিক করে Remove From List দিন।
BONUS TIPS FOR SECURING IMPORTANT FILES:
- ফাইল এক্সটেনশন পরিবর্তন করে:
ফাইল এক্সটেনশন হলো ফাইলের নামের শেষ অংশ। যেমন: "song.mp3" - এখানে "mp3" হচ্ছে ফাইল এক্সটেনশন। এতে আপনার ফাইলটিকে চেনা ও ওপেন করা সহজ হবে না। উইন্ডোজে ফাইল এক্সটেনশন চেঞ্জ করতে এই পোস্টটি দেখুন। - আর্কাইভ বানিয়ে পাসওয়্যার্ড দিয়ে:
Winrar দিয়ে zip বা rar বানিয়ে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন। - ক্লাউড স্টোরেজ ব্যবহার করে:
অত্যধিক গুরুত্বপূর্ণ ফাইলগুলো Google Drive, Onedrive, Dropbox ইত্যাদি ক্লাউড স্টোরেজ ব্যবহার করে সংরক্ষণ করতে পারেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন