এই পোস্টের Part 1 না দেখে থাকলে এখানে ক্লিক করুন...
গত পোস্টে আমরা দেখেছিলাম কিভাবে মেসেঞ্জার এবং ব্রাউজারে মোবাইল ভিউতে "Ignore Messages" ব্যবহার করে মেসেজ Seen না করেই অন্যের পাঠানো ফেসবুক মেসেজ দেখা যায়। পোস্টটি পাবলিশ হওয়ার পর এ বিষয়ে আরও কিছু ইন্টারেস্টিং টিপস পাই আমার এক ফেসবুক ফ্রেন্ডের কাছ থেকে (I'm a great fan of that friend!!!), যা খুবই চমকপ্রদ বলে আমার মনে হয়েছে। তাই তার অনুমতিক্রমে তার নাম গোপন রেখেই তার শেখানো ট্রিক্সগুলো আজ শেয়ার করছি। তাহলে কথা আর না বাড়িয়ে শুরু করা যাক...
Search Tags:
ফেসবুকে মেসেজ Seen না করেই মেসেজ দেখুন, ফেসবুকে মেসেজ সিন, সিন না করে মেসেজ দেখুন, মেসেজ সিন না করে মেসেজ দেখার টেকনিক, অন্যের মেসেজ সিন না করে দেখে ফেলুন.
গত পোস্টে আমরা দেখেছিলাম কিভাবে মেসেঞ্জার এবং ব্রাউজারে মোবাইল ভিউতে "Ignore Messages" ব্যবহার করে মেসেজ Seen না করেই অন্যের পাঠানো ফেসবুক মেসেজ দেখা যায়। পোস্টটি পাবলিশ হওয়ার পর এ বিষয়ে আরও কিছু ইন্টারেস্টিং টিপস পাই আমার এক ফেসবুক ফ্রেন্ডের কাছ থেকে (I'm a great fan of that friend!!!), যা খুবই চমকপ্রদ বলে আমার মনে হয়েছে। তাই তার অনুমতিক্রমে তার নাম গোপন রেখেই তার শেখানো ট্রিক্সগুলো আজ শেয়ার করছি। তাহলে কথা আর না বাড়িয়ে শুরু করা যাক...
How To See Messages Invisibly - Part 2 (চিপা বুদ্ধি from বইন 404!)
এই পোস্টে আমরা ফেসবুকে মেসেজ Seen না করেই মেসেজ দেখার ট্রিক্স তো জানবোই, পাশাপাশি মেসেজ সিন না করেই কিভাবে রিপ্লাই পাঠানো যায় তাও দেখবো। :-)মেসেজ Seen না করে অন্যের পাঠানো মেসেজ দেখা
*এই ট্রিক্সটি শুধু মেসেঞ্জার এপের জন্যই প্রযোজ্য। যা যা করবেন:- কারো পাঠানো মেসেজের নটিফিকেশন পেলে তার কনভার্সেশনে সাথে সাথেই ঢুকবেন না। Chat Heads আসলে তাতে ট্যাপ না করে রিমোভ করুন।
- মোবাইল ডাটা ও ওয়াই-ফাই সম্পূর্ণ বন্ধ রাখুন।
- মেসেঞ্জার এপ ওপেন করে কাঙ্ক্ষিত মেসেজটি দেখুন। তবে সাবধান, ডাটা অন করবেন না।
- এবার ব্যাকগ্রাউন্ডে থাকা এপগুলো কেটে দিয়ে আপনার মোবাইলে ইন্সটল করা যেকোনো র্যাম ক্লিনার সফটওয়্যার দিয়ে একবার ক্লিন/বুস্ট করুন।
- এখন আপনি ডাটা/ওয়াই-ফাই অন করতে পারেন। আপনি মেসেজ Seen করেছেন কিনা তা চ্যাটের অপর পাশে থাকা লোকটি বুঝতে পারে নি।
- Messages এ 1 এর অধিক লেখা থাকে, তবে এখানে ক্লিক করুন।
- Messages এ 1 লেখা থাকলে এবং যে মেসেজটি পাঠিয়েছে সে চ্যাটে থাকলে Messages এর আশেপাশে প্রেরকের নামটিও লেখা থাকে। এক্ষেত্রে Messages বা প্রেরকের নামে ক্লিক না করে এড্রেসবারে এই লিংকটি লিখে Go করুন:
https://m.facebook.com/messages [ফ্রি চালালে লিংকটিতে m এর বদলে 0, mbasic বা free প্রয়োজন অনুযায়ী লিখতে হবে।]
মেসেজ Seen না করে অন্যের পাঠানো মেসেজের রিপ্লাই দেওয়া
*এই ট্রিক্সটি শুধু মেসেঞ্জার এপের জন্যই প্রযোজ্য। যা যা করবেন:- সার্চ বারে নিজের নাম লিখে নিজের নামের সার্চ রেজাল্টে ক্লিক করুন।
- এবার নিজেকে নিজে মেসেজ পাঠান।
- সবশেষে, এই মেসেজটি ফরওয়ার্ড করে কাঙ্ক্ষিত ব্যক্তিকে পাঠিয়ে দিন।
Search Tags:
ফেসবুকে মেসেজ Seen না করেই মেসেজ দেখুন, ফেসবুকে মেসেজ সিন, সিন না করে মেসেজ দেখুন, মেসেজ সিন না করে মেসেজ দেখার টেকনিক, অন্যের মেসেজ সিন না করে দেখে ফেলুন.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন