আমার মত যারা টার্মিনাল প্রেমী (কিংবা আমার চেয়ে বেশি!), তারা চাই সব কাজই যেন টার্মিনালে করা যায়। গেম, গান, ফাইল কনভার্শন, আর্কাইভিং, ব্যাসিক ফাইল অপারেশনস - কত কি না করা যায় টার্মিয়াল দিয়ে। আজ আমরা দেখব কিভাবে টার্মিনাল ব্যবহার করে ফেসবুক চ্যাট ব্যবহার করতে পারি...
তাহলে শুরু করছি...
আসলে আমি বিশ্বাস করি যে উইন্ডোজ ইউজারদের মত লিনাক্স ইউজারদের লম্বা পোস্টের দরকার নেই কিভাবে কি করতে হবে। কারণ, তারা এমনিতেই উইন্ডোজারদের থেকে কয়েক হাত এক্সপার্ট ;-p
তো প্রথমে আপনাদের যা করতে হবে...
না, প্রথম বা শেষ নেই। শুধুই টার্মিনালে কিছু কমান্ড লিখে এন্টার চাপতে হবে।
আপনার পছন্দের টার্মিনাল এপটি চালু করুন।
নিচের কমান্ডগুলো লিখুন এবং পর পর এন্টার চাপুন: (ubuntu ব্যবহারকারীদের জন্য)
Search Tags:
ফেসবুক ব্যবহার করুন টার্মিনালের ভিতর, টার্মিনাল দিয়ে ফেসবুক চালান, টার্মিনালে ফেসবুকের মজা, লিনাক্স টার্মিনালে ফেসবুক.
How To Use Facebook Chat From Terminal
curl -sL https://deb.nodesource.com/setup_7.x | sudo -Ebash -sudo apt-get install -y nodejs
sudo apt-get install -y build-essential
npm install -g fb-messenger-cli
fb-messenger-cliব্যস, এরপর থেকে টার্মিনালে ফেসবুক চ্যাট চালু করতে হলে শুধু fb-messenger-cli কমান্ডটি দিবেন। উপরের পদ্ধতিটি ছাড়াও আরও অনেক পদ্ধতি আছে টার্মিনালে ফেসবুকে চালানো। git এ অনেকগুলো প্রজেক্ট পাবেন।
Search Tags:
ফেসবুক ব্যবহার করুন টার্মিনালের ভিতর, টার্মিনাল দিয়ে ফেসবুক চালান, টার্মিনালে ফেসবুকের মজা, লিনাক্স টার্মিনালে ফেসবুক.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন