সমস্যা
পিসিতে ডুয়াল বুটে উইন্ডোজ এবং লিনাক্স সেটআপ দেওয়া আছে। পিসি চালু করলে grub rescue > লেখা আসে। উইন্ডোজ বা লিনাক্স কোনোটাতেই বুট হচ্ছে না।
এমন হওয়ার কারণ
সাধারণত পার্টিশন টেবিল আপডেট হলে এমনটি হয়ে থাকে। লিনাক্স সেটআপ দেওয়ার সময় পার্টিশন টেবিল যেমনটি থাকে এরপর পরবর্তীতে তা পরিবর্তিত হলে grub পুনরায় আপডেট করতে হয়। grub rescue আসলে কিছু কমান্ড লিখে এর সমাধান করা যায়।
সমাধান
পিসি চালু হওয়ার পর grub rescue আসলে নিচের কমান্ডগুলো টাইপ করুন এবং পরপর এন্টার চাপুন। যেভাবে করতে হবে:
-
- টাইপ করুন ls, এতে আপনি আপনার হার্ডডিস্ক পার্টিশন দেখতে পাবেন অনেকটা নিচের মত
- grub rescue > ls
- (hd0) (hd0,msdos5) (hd0,msdos3) (hd0,msdos2) (hd0,msdos1) (hd1) (hd1,msdos1)
- [এখানে hd0 জিরো হচ্ছে এক নম্বর হার্ডডিস্ক এবং hd1 মানে হচ্ছে ২ নম্বর হার্ডডিস্ক।]
-
- নিচের উদাহরণের মত ls টাইপ করে আপনি পার্টিশন গুলো কোনটি ntfs/fat32 এবং কোনটি ext4 তা চেক করতে পারেন। যদিও ntfs/fat32 হলে তা না দেখিয়ে ইরোর মেসেজ দেখায়।
- ls (hd0,msdos5)/
- ls (hd0,msdos1)/
-
- এভাবে আপনি আপনার রুট ড্রাইভটি খুঁজে পেলে নিচের মত কমান্ড গুলো লিখুন এবং পরপর এন্টার চাপুন:
- set root=(hd0,msdos2)
- set prefix=(hd0,msdos2)/boot/grub
- insmod normal
- normal
-
- এরূপভাবে এসব টাইপ করার পর আপনি লিনাক্সে বুট করতে পারবেন এটি একটি সাময়িক সমাধান মাত্র স্থায়ীভাবে সমাধান পেতে লিনাক্স বুট করার পর টার্মিনালে নিচের কমান্ডগুলো লিখে পরপর enter চাপুন:
- sudo update-grub
- sudo grub-install /dev/sdX
- [এখানে sdX হচ্ছে boot drive। সাধারণত আপনার পিসিতে একটি হার্ডডিস্ক থাকলে এটি sda হওয়ার কথা।]
Search Tags:
গ্রাব রেস্কিউ, grub rescue, পিসি চালু করলে grub rescue আসে, গ্রাব রেস্কিউ কিভাবে ঠিক করব, লিনাক্স স্টার্টআপ প্রবলেম.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন