যদিও মেমরি কার্ড ব্যবহার সহজ এবং সহজে বহনযোগ্য, কিন্তু এর ব্যবহারেও রয়েছে ঝুঁকি এবং বিপদ। হ্যাকিং শুধু কম্পিউটারের জন্য নয় বরং এখন স্মার্টফোনের জন্য একটি বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে বলেই যে কেউ আপনার মেমরি কার্ডের ডাটা লুফে নিতে পারে। তাই মেমরি কার্ডের ডাটা হ্যাক প্রুফ আছে কিনা তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। মেমরি কার্ডের ডাটা কে কিভাবে হ্যাক প্রুফ করবেন তা নিয়েই আমাদের আজকের পোস্ট।
তাহলে শুরু করছি...
এন্ড্রয়েড থেকে মেমরি কার্ডের ডাটাকে এনক্রিপ্ট করতে চাইলে ES file manager ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে:
এবার যে encrypted ফাইলটি তৈরি হলো তা ওপেন করতে হলে অবশ্যই ES file manager লাগবে এবং পাসওয়ার্ডটি জানতে হবে।
Search Tags:
আপনার মেমোরি কার্ড সুরক্ষিত রাখুন, মেমোরি কার্ডের সুরক্ষা, মেমোরি কার্ড কে কিভাবে সুরক্ষিত রাখবেন, মেমোরি কার্ডকে হ্যাক প্রুফ বানান, হ্যাকার থেকে মেমোরি কার্ডকে সুরক্ষিত রাখুন, আপনার ডাটাকে সুরক্ষিত রাখুন.
তাহলে শুরু করছি...
How To Make Your Memory Card Data Hack Proof In Five Ways
মেমোরি কার্ড একটি সুরক্ষিত জায়গায় রাখুন
আপনার মেমোরি কার্ড যাতে চুরি না হয়, নষ্ট না হয় অথবা হারিয়ে না যায় সেজন্য মেমোরি কার্ডটিকে একটি নিরাপদ স্থানে রাখুন। নিশ্চিত করুন যেন মেমোরি কার্ডটি ভুল কারো হাতে না যায়।
মেমোরি কার্ডে পাসওয়ার্ড সেট করে রাখুন
মেমোরি কার্ডের ডাটা কে হ্যাক প্রুফ করার একটি সহজ উপায় হচ্ছে মেমোরি কার্ডে পাসওয়ার্ড সেট করা। পাসওয়ার্ড সেট করার জন্য অনেক ধরনের সফটওয়্যার রয়েছে যা দিয়ে সহজেই মেমোরি কার্ডে পাসওয়ার্ড সেট করা যায়। তবে কখনোই এমন পাসওয়ার্ড ব্যবহার করবেন না যা সহজেই ধরে ফেলা যায়। যেমন: আপনার নাম, জন্ম তারিখ, আপনার পোষা প্রাণীর নাম, আত্মীয়-স্বজনের নাম, প্রিয়জনের নাম, ক্রেডিট কার্ড নাম্বার ইত্যাদি।
Write Protection সেট করুন
যদি আপনি চান যে আপনার মেমোরি কার্ডে কোন ডাটা কেউ রাইট বা মডিফাই না করতে পারে (তবে ডাটা দেখতে পারবে এবং অন্য ডিভাইসে কপি করতে পারবে), সেক্ষেত্রে আপনি মেমোরি কার্ডে Write Protection সেট করতে পারেন।
ডাটাকে এনক্রিপ্ট করুন
ডাটা এনক্রিপশন মেমরি কার্ডের ডাটার সিকিউরিটিকে আরও বাড়িয়ে দেয়। ডাটা এনক্রিপ্ট করে রাখলে তা নির্দিষ্ট সফটওয়্যার এবং পাসওয়ার্ড ছাড়া ওপেন করা প্রায় অসম্ভব। তবে এক্ষেত্রে অবশ্যই অনুমান করা যায় না এমন পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। বড় পাসওয়ার্ড ব্যবহার করলে সে ক্ষেত্রে নিরাপত্তার মান আরও বেড়ে যায়।এন্ড্রয়েড থেকে মেমরি কার্ডের ডাটাকে এনক্রিপ্ট করতে চাইলে ES file manager ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে:
- ES file manager ওপেন করুন।
- যেই ফাইলটিকে encrypt করতে চান সেই ফাইলের উপর হোল্ড করুন।
- এবার encrypt লেখায় ট্যাপ করুন।
- এবার পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিয়ে সেভ করুন। এখন মূল ফাইলটিকে ডিলিট করে দিলেও সমস্যা নেই।
মেমোরি কার্ডকে বাহ্যিক আঘাত থেকে রক্ষা করুন
মেমোরি কার্ডকে হ্যাক থেকে রক্ষা করার পাশাপাশি এটিকে বাহ্যিক আঘাত (যেমন: ভারী বস্তু, পানি, আগুন ইত্যাদি) থেকে রক্ষা করাও জরুরি। যেহেতু মেমোরি কার্ড অত্যন্ত ছোট, তাই এতে বাহ্যিক আঘাত পড়লে তা থেকে ডাটা রিস্টোর করা প্রায় অসম্ভব। যখন এটি ব্যবহার করবেন না তখন এটিকে নিরাপদ স্থানে রাখুন।Search Tags:
আপনার মেমোরি কার্ড সুরক্ষিত রাখুন, মেমোরি কার্ডের সুরক্ষা, মেমোরি কার্ড কে কিভাবে সুরক্ষিত রাখবেন, মেমোরি কার্ডকে হ্যাক প্রুফ বানান, হ্যাকার থেকে মেমোরি কার্ডকে সুরক্ষিত রাখুন, আপনার ডাটাকে সুরক্ষিত রাখুন.