অদ্ভুত তাইনা? কিন্তু আসলেই সহজ এবং তা সত্যি। Type by Talking বা যেটাকে Voice Typing বলা হয় এটি খুব বেশি নতুন কিছু নয়। আজকের পোস্টটি সেটিকে ঘিরেই।
তাহলে শুরু করছি...
এর জন্য যা করতে হবে:
এবার মেসেজ কিংবা ফেসবুকে যে কোন জায়গায় মনের কথা লিখুন মনের মত করে!
Search Tags:
কথা বলে টাইপিং করুন, অ্যান্ড্রয়েডে কথা বলে টাইপিং করুন, কিভাবে এন্ড্রয়েড এ কথা বলে টাইপিং করবেন, কথা বলে টাইপিং.
তাহলে শুরু করছি...
How to Type by Talking with Google Voice Typing
এর জন্য যা করতে হবে:
- আপনার ফোনে Google অ্যাপটি আপডেট করুন। এজন্য প্লে স্টোরে ঢুকে Google লিখে সার্চ দিয়ে Google অ্যাপটি খুঁজে পেলে তাতে Update লেখায় ক্লিক করুন।
- এবার ফোনের সেটিংস এ Languages and Input থেকে Default keyboard হিসেবে Google Voice Typing সিলেট করুন এবং Google Voice Typing Settings থেকে Default language হিসেবে বাংলা অথবা English (US) এ টিক দিন।
- Default হিসেবে সিলেক্ট করতে language টির উপর এক সেকেন্ড হোল্ড করুন।
এবার মেসেজ কিংবা ফেসবুকে যে কোন জায়গায় মনের কথা লিখুন মনের মত করে!
Search Tags:
কথা বলে টাইপিং করুন, অ্যান্ড্রয়েডে কথা বলে টাইপিং করুন, কিভাবে এন্ড্রয়েড এ কথা বলে টাইপিং করবেন, কথা বলে টাইপিং.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন