আপনার পরিচিত লিনাক্স ব্যবহারকারী বন্ধুদের কাছে হয়তো স্ক্রিনশটে আপনি দেখে থাকতে পারেন টার্মিনালে তাদের ব্যবহৃত ডিস্ট্রোর লোগো এবং device information লেখা থাকে। অনেক সুন্দর একটি জিনিস এটি। ডিস্ট্রো লোগো দেখার পাশাপাশি প্রসেসর, জিপিইউ সহ বিভিন্ন device information দেখতে পারবেন। তাহলে দেরি না করে আসুন পড়ে ফেলি এই ইন্টারেস্টিং বিষয়টি নিয়ে আমাদের আজকের পোষ্টটি।
uname -a ব্যবহার করে
টার্মিনালে নিচের কমান্ডটি লিখে এন্টার চাপুন:
এছাড়াও নিচের এই দুটি কমান্ড ব্যবহার করে আপনারা প্রায় একই রকম তথ্য পেতে পারেন:
screenfetch ব্যবহার করে
আমরা যা খুঁজছি (অর্থাৎ টার্মিনালে ডিস্ট্রো লোগো এবং device information দেখা) তার জন্য screenfetch software টি সবচেয়ে উপযোগী। এটিতে ডিস্ট্রো লোগো দেখানোর পাশাপাশি kernel version, uptime, package সংখ্যা, স্ক্রিন রেজুলেশন, জিপিইউ, সিপিইউ, র্যাম ইত্যাদি তথ্য প্রদর্শন করে।
উবুন্টু এবং ডেবিয়ান ভিত্তিক ডিস্ট্রোগুলো থেকে screenfetch সফটওয়্যারটি ইন্সটল দিতে নিচের কমান্ডটি টাইপ করুন এবং enter চাপুন:
neofetch ব্যবহার করে
এটাও অনেকটা আগেরটার মত। কিন্তু এটি অনেক বেশি কাস্টমাইজেবল এবং অনেক বেশি details প্রদর্শন করে।
neofetch ইনস্টল করার জন্য নিচের কমান্ডটি টাইপ করে এন্টার চাপুন:
ওপরের কমান্ডটি কাজ না করে নিচের কমান্ডগুলো পরপর লিখে এন্টার চাপুন:
এবার neofetch রান করতে চাইলে নিচের কমান্ডটি টাইপ করে enter চাপুন:
Linux_logo ব্যবহার করে
এটিও একই টাইপের সফটওয়্যার, কিন্তু আগের গুলো থেকে এটিতে কম তথ্য শো করে। যাইহোক, নিচের কমান্ডটি টাইপ করে এটি ইন্সটল দেওয়া যাবে:
সফটওয়্যারটি রান করতে চাইলে নিচের কমান্ডটি ব্যবহার করুন:
পোস্টটি কি আপনার উপকারে এসেছে? উত্তর 'হ্যাঁ' হয়ে থাকলে এখনি কমেন্টে জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।
Search Tags:
টার্মিনাল, টার্মিনালে ডিস্ট্রোর লোগো, লিনাক্স ডিস্ট্রো, লিনাক্স টার্মিনালে ডিস্ট্রোর লোগো ও পরিচয়.
How To Know Which Distro You Are Using
uname -a ব্যবহার করে
টার্মিনালে নিচের কমান্ডটি লিখে এন্টার চাপুন:
uname -aএবার আপনি নিচের মত আউটপুট দেখতে পাবেন:
এছাড়াও নিচের এই দুটি কমান্ড ব্যবহার করে আপনারা প্রায় একই রকম তথ্য পেতে পারেন:
lsb_release -a
cat /etc/*-release
screenfetch ব্যবহার করে
আমরা যা খুঁজছি (অর্থাৎ টার্মিনালে ডিস্ট্রো লোগো এবং device information দেখা) তার জন্য screenfetch software টি সবচেয়ে উপযোগী। এটিতে ডিস্ট্রো লোগো দেখানোর পাশাপাশি kernel version, uptime, package সংখ্যা, স্ক্রিন রেজুলেশন, জিপিইউ, সিপিইউ, র্যাম ইত্যাদি তথ্য প্রদর্শন করে।
উবুন্টু এবং ডেবিয়ান ভিত্তিক ডিস্ট্রোগুলো থেকে screenfetch সফটওয়্যারটি ইন্সটল দিতে নিচের কমান্ডটি টাইপ করুন এবং enter চাপুন:
sudo apt install screenfetchইন্সটল হয়ে গেলে সফটওয়্যার টি ওপেন করতে নিচের কমান্ডটি টাইপ করুন এবং enter চাপুন:
screenfetchএবার আপনি নিচের মত আউটপুট দেখতে পাবেন।
![]() |
(উল্লেখ্য, স্ক্রিনশটটি এন্ড্রয়েডে Termux নামক লিনাক্স টার্মিনাল ইমুলেটর এপ থেকে নেওয়া।) |
neofetch ব্যবহার করে
এটাও অনেকটা আগেরটার মত। কিন্তু এটি অনেক বেশি কাস্টমাইজেবল এবং অনেক বেশি details প্রদর্শন করে।
neofetch ইনস্টল করার জন্য নিচের কমান্ডটি টাইপ করে এন্টার চাপুন:
sudo apt install neofetch
ওপরের কমান্ডটি কাজ না করে নিচের কমান্ডগুলো পরপর লিখে এন্টার চাপুন:
sudo add-apt-repository ppa:dawidd0811/neofetch
sudo apt update
sudo apt install neofetch
এবার neofetch রান করতে চাইলে নিচের কমান্ডটি টাইপ করে enter চাপুন:
neofetch
Linux_logo ব্যবহার করে
এটিও একই টাইপের সফটওয়্যার, কিন্তু আগের গুলো থেকে এটিতে কম তথ্য শো করে। যাইহোক, নিচের কমান্ডটি টাইপ করে এটি ইন্সটল দেওয়া যাবে:
sudo apt install linuxlogo
সফটওয়্যারটি রান করতে চাইলে নিচের কমান্ডটি ব্যবহার করুন:
linuxlogo
Archey ব্যবহার করে:
এটিও পূর্বের মতোই একটি সফটওয়্যার। এই system information টুলটি পাইথন দিয়ে লেখা। যাহোক, এটি ইন্সটল করার জন্য নিম্নোক্ত কমান্ডগুলোর প্রয়োজন হবে:sudo apt-get install lsb-release scrotইন্সটল করার পর নিম্নোক্ত কমান্ডের মাধ্যমে প্রোগ্রামটি রান করা যাবে:
wget http://github.com/downloads/djmelik/archey/archey-0.2.8.deb
sudo dpkg -i archey-0.2.8.deb
archey
পোস্টটি কি আপনার উপকারে এসেছে? উত্তর 'হ্যাঁ' হয়ে থাকলে এখনি কমেন্টে জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।
Search Tags:
টার্মিনাল, টার্মিনালে ডিস্ট্রোর লোগো, লিনাক্স ডিস্ট্রো, লিনাক্স টার্মিনালে ডিস্ট্রোর লোগো ও পরিচয়.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন