হাইবারনেট যেমন আধুনিক কম্পিউটারের জন্য অত্যন্ত সুবিধাজনক একটি টুল, তেমনি অনেক সময়ই হাইবারনেটকে ডিজেবল করার প্রয়োজন হয়। আজকের পোস্টে আমরা দেখাবো কিভাবে উইন্ডোজ অপারেটিং সিস্টেম এবং ডিজেবল করা যায়।
তাহলে শুরু করছি...
এভাবেই উইন্ডোজ অপারেটিং সিস্টেমে হাইবারনেট এনাবল-ডিসেবল করতে পারবেন।
তাহলে শুরু করছি...
How To Enable & Disable Hibernate In Windows OS
হাইবারনেট এর সুবিধাঃ
হাইবারনেট হচ্ছে এমন একটি সিস্টেম যার মাধ্যমে আপনার অসমাপ্ত কাজ সমাপ্ত না করেই কম্পিউটারকে বন্ধ করতে পারবেন এবং পরবর্তী সময় আপনি যখন কম্পিউটারটি ওপেন করবেন তখন আপনার কাজের জায়গা থেকে কাজ শুরু করতে পারবেন। অর্থাৎ এর মাধ্যমে আপনার কাজের গতি কখনোই থেমে থাকবে না। কোন একটা কাজ করার সময় যখন কম্পিউটারটি বন্ধ করতে হয়, এরপর আবার যখন আপনি কম্পিউটার টি চালু করেন তখন নতুন করে সফটওয়্যার গুলো ওপেন করতে হয় এবং কাজের জন্য কম্পিউটার এর পরিবেশটিকে ঠিক করার জন্য আপনার অনেক সময় চলে যায়। এতে করে আপনি হারিয়ে ফেলেন আপনার সেই কাজের গতি। হাইবারনেট করার ফলে আপনি যে অবস্থায় কম্পিউটারটি বন্ধ করেছিলেন সে অবস্থা থেকেই চালু হয়। ফলে আপনাকে নতুন করে আপনার প্রয়োজনীয় সফটওয়্যার গুলো ওপেন করতে হয় না এবং এতে করে আপনার কাজের গতিও ঠিক থাকে। আপনার ল্যাপটপ যদি অতিরিক্ত গরম হয় তবে ল্যাপটপটি অটোমেটিক হাইবারনেট হয়ে ল্যাপটপের ভিতরে থাকা হার্ডওয়্যারগুলোকে সুরক্ষিত রাখে। তাছাড়া,বর্তমানে সব ধরনের ল্যাপটপে চার্জ শেষ হয়ে গেলে বা ল্যাপটপের তাপমাত্রা বেড়ে গেলে অটোমেটিক হাইবারনেটের ব্যবস্থাটি রাখা হয়েছে।হাইবারনেটের অসুবিধাঃ
হাইবারনেট ব্যবহার করার ফলে সি ড্রাইভে আপনার নামের সমান পরিমাণ বা তার বেশি জায়গা দখল হয়। এছাড়াও বিভিন্ন কারণে হাইবারনেট সমস্যার সৃষ্টি করতে পারে। যেমন আপনার ল্যাপটপে যদি টেম্পারেচার সেন্সরটি ঠিকঠাক কাজ না করে, অর্থাৎ তাপমাত্রা সহনীয় থাকার পরেও অতিরিক্ত তাপমাত্রার ভুল বার্তা প্রদর্শন করে, তবে ল্যাপটপ অটোমেটিক্যালি হাইবারনেট হয়ে যাবে, যার ফলে আপনার কাজে ব্যাঘাত ঘটতে পারে। তাছাড়া, গেম খেলার সময় হাইবারনেট হলে ল্যাপটপ বন্ধ হতে যেমন অনেক সময় লাগে, তেমনি চালু হওয়ার সময়ও বেগ পেতে হয়। এসব ক্ষেত্রে অনেক সময় সিস্টেম ক্র্যাশ করে এবং BSOD (Blue Screen Of Death) হতে দেখা যায়। তাই অনেক ক্ষেত্রে ব্যবহারকারীকে হাইবারনেট অপশনটি বন্ধ রাখতে হয়। তাই অনেক ক্ষেত্রে ব্যবহারকারীকে হাইবারনেট অপশনটি বন্ধ রাখতে হয়।হাইবারনেট যেভাবে বন্ধ করবেন (CMD দিয়ে):
- Start Menu তে cmd লিখে সার্চ দিন।
- cmd দেখতে পেলে রাইট-ক্লিক করে Run as Administrator এ ক্লিক করুন। কোনো ওয়ার্নিং আসলে Yes দিন।
- এবার নিচের কমান্ডটি লিখে এন্টার চাপুন: powercfg.exe /hibernate off
- ব্যস, হাইবারনেট ডিসেবল হয়ে গেল।
- হাইবারনেট যেভাবে এনাবল করবেন (CMD দিয়ে):
- Start Menu তে cmd লিখে সার্চ দিন।
- cmd দেখতে পেলে রাইট-ক্লিক করে Run as Administrator এ ক্লিক করুন। কোনো ওয়ার্নিং আসলে Yes দিন।
- এবার নিচের কমান্ডটি লিখে এন্টার চাপুন: powercfg.exe /hibernate on
এভাবেই উইন্ডোজ অপারেটিং সিস্টেমে হাইবারনেট এনাবল-ডিসেবল করতে পারবেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন