পাসওয়ার্ড ভুলে যাওয়া অস্বাভাবিক কিছু না। কিন্তু ভুলে গেলে কি করবেন? ভুলে যাওয়া পাসওয়ার্ড দেখার সিস্টেম থাকলে হয়তো ভালো হতো, তাই নয় কি? তা নিয়েই আজকে আমাদের পোস্ট।
তাহলে শুরু করছি...
এর জন্য পূর্ব শর্ত হচ্ছে আপনার পাসওয়ার্ড গুলো অবশ্যই ক্রোম ব্রাউজারে সেভ করা থাকতে হবে এবং ক্রোম ব্রাউজারে Syncing অপশনটি এনাবল থাকতে হবে। এটি কঠিন কোনো বিষয় নয়। ক্রোম ব্রাউজারে গুগল একাউন্টে লগইন করার পর পাসওয়ার্ড সেভ করার অপশন আসলে সেভ এ ক্লিক করবেন এবং Syncing এর পারমিশন চাইলে এনাবল বা টার্ন অন করে দিবেন। এরপর থেকে আপনি যেসব ওয়েবসাইটে সাইন ইন করবেন তা যদি ব্রাউজারে সেভ করে রাখেন, তবে তা গুগলের সার্ভারে সেভ হয়ে থাকবে এবং পরবর্তীতে আপনি আপনার পাসওয়ার্ড গুলো যে কোনো ডিভাইস থেকে দেখতে পারবেন।
এরপর পাসওয়ার্ড দেখার জন্য আপনাকে যা করতে হবে:
এভাবেই যে কোন ডিভাইস থেকে আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ডটি দেখে নিতে পারবেন।
Search Queries:
ভুলে যাওয়া পাসওয়ার্ড, যেকোনো ডিভাইস থেকে দেখুন আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ড,
তাহলে শুরু করছি...
See Forgotten Passwords From Any Device
এর জন্য পূর্ব শর্ত হচ্ছে আপনার পাসওয়ার্ড গুলো অবশ্যই ক্রোম ব্রাউজারে সেভ করা থাকতে হবে এবং ক্রোম ব্রাউজারে Syncing অপশনটি এনাবল থাকতে হবে। এটি কঠিন কোনো বিষয় নয়। ক্রোম ব্রাউজারে গুগল একাউন্টে লগইন করার পর পাসওয়ার্ড সেভ করার অপশন আসলে সেভ এ ক্লিক করবেন এবং Syncing এর পারমিশন চাইলে এনাবল বা টার্ন অন করে দিবেন। এরপর থেকে আপনি যেসব ওয়েবসাইটে সাইন ইন করবেন তা যদি ব্রাউজারে সেভ করে রাখেন, তবে তা গুগলের সার্ভারে সেভ হয়ে থাকবে এবং পরবর্তীতে আপনি আপনার পাসওয়ার্ড গুলো যে কোনো ডিভাইস থেকে দেখতে পারবেন।
এরপর পাসওয়ার্ড দেখার জন্য আপনাকে যা করতে হবে:
- passwords.google.com এই লিংকে যান।
- আপনার জিমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড লিখে লগ ইন করুন।
- এবার আপনি যেসব ওয়েবসাইটে পাসওয়ার্ড সেভ করেছেন তার লিস্ট দেখতে পারবেন এবং যেসব ওয়েবসাইটে পাসওয়ার্ড সেভ করেন নি সেসব ওয়েবসাইটেরও লিস্ট দেখতে পারবেন। যেসব ওয়েবসাইটে পাসওয়ার্ড সেভ করেছেন সে সব ওয়েবসাইটের পাসওয়ার্ড হিডেন অবস্থায় থাকবে। পাসওয়ার্ড এর পাশে চোখের আইকনে ট্যাপ করলেই পাসওয়ার্ডটি দেখতে পারবেন।
এভাবেই যে কোন ডিভাইস থেকে আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ডটি দেখে নিতে পারবেন।
Search Queries:
ভুলে যাওয়া পাসওয়ার্ড, যেকোনো ডিভাইস থেকে দেখুন আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ড,
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন