[ কম্পিউটারে ক্রোম ব্রাউজারে সেভড পাসওয়ার্ড দেখতে এই পোস্টটি দেখুন ]
অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন সাইটে সাইন ইন করি, কিন্তু পরে পাসওয়ার্ডটি ভুলে যাই। তাই বারে বারে ফরগট পাসওয়ার্ড দেওয়া অনেকটাই ঝামেলার ব্যাপার। ফরগট পাসওয়ার্ড দেওয়ার পরেও যে আপনার পাসওয়ার্ডটি মনে থাকবে তারও কোন গ্যারান্টি নেই। তাই আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে এন্ড্রয়েড এ ক্রোম ব্রাউজারে সেভ করা পাসওয়ার্ড দেখতে পারবেন।
তাহলে চলুন, শুরু করা যাক...
অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন সাইটে সাইন ইন করি, কিন্তু পরে পাসওয়ার্ডটি ভুলে যাই। তাই বারে বারে ফরগট পাসওয়ার্ড দেওয়া অনেকটাই ঝামেলার ব্যাপার। ফরগট পাসওয়ার্ড দেওয়ার পরেও যে আপনার পাসওয়ার্ডটি মনে থাকবে তারও কোন গ্যারান্টি নেই। তাই আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে এন্ড্রয়েড এ ক্রোম ব্রাউজারে সেভ করা পাসওয়ার্ড দেখতে পারবেন।
তাহলে চলুন, শুরু করা যাক...
See Saved Passwords In Chrome Browser On Android
এর জন্য যা করতে হবে:
এভাবেই অ্যান্ড্রয়েডের ক্রোম ব্রাউজারে সেভ করা পাসওয়ার্ড দেখতে পারবেন।
Search Queries:
ক্রোম ব্রাউজারে সেভড পাসওয়ার্ড, See Saved Passwords In Chrome Browser On Android, এন্ড্রয়েডে ক্রোম ব্রাউজারে সেভড পাসওয়ার্ড দেখুন .
- প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করুন।
- এবার উপরে থ্রি ডট আইকনে ট্যাপ করুন এবং Settings এ যান।
- এবার Save Password এ ট্যাপ করুন।
- এবার আপনি যেসব ওয়েবসাইটে পাসওয়ার্ড সেভ করেছেন সেসব ওয়েবসাইটের লিস্ট দেখতে পাবেন। লিস্ট থেকে যেকোনো একটি ওয়েবসাইটের উপর ট্যাপ করলেই ভিতরে পাসওয়ার্ড দেখার অপশন আসবে।
- পাসওয়ার্ড দেখতে পাসওয়ার্ড অংশের নিচে অবস্থিত চোখের আইকনে ট্যাপ করুন।
- মোবাইলে আপনার স্ক্রীন লক দেওয়া থাকলে এবার স্ক্রিন লক খোলার জন্য বলবে, সঠিকভাবে স্ক্রীন লকটি খুলুন। আর স্ক্রীন লক না দেওয়া থাকলে সেটিংস থেকে স্ক্রীন লক দিয়ে নিন। কারণ, ফোনে স্ক্রীন লক না দেওয়া থাকলে এই অপশনটি কাজ করবে না।
এভাবেই অ্যান্ড্রয়েডের ক্রোম ব্রাউজারে সেভ করা পাসওয়ার্ড দেখতে পারবেন।
Search Queries:
ক্রোম ব্রাউজারে সেভড পাসওয়ার্ড, See Saved Passwords In Chrome Browser On Android, এন্ড্রয়েডে ক্রোম ব্রাউজারে সেভড পাসওয়ার্ড দেখুন .
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন