পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ সেটআপ করার জন্য প্রথমে পেনড্রাইভটিকে বুটেবল করতে হয়। এর জন্য সাধারণত Rufus, YUMI সহ বিভিন্ন সফটওয়্যার আমরা ব্যবহার করে থাকি। আজ আমরা দেখবো কীভাবে এসব সফটওয়্যার ছাড়াই আমরা উইন্ডোজ সেটআপ করার জন্য পেনড্রাইভকে বুটেবল করতে পারি। আর খুশির খবর এই যে এটা UEFI এবং GPT-ও সাপোর্ট করবে।
তাহলে শুরু করছি...
Make Bootable Pen Drive for Installing Windows Without Any Software (with UEFI and GPT support)
নিচের কর্ম পদ্ধতি অনুসরণ করুন:
- Start Menu থেকে cmd লিখে সার্চ করুন। cmd পাওয়া গেলে তাতে রাইট ক্লিক করে Run as administrator এ ক্লিক করুন।
- এবার cmd এর ভিতরে এই কমান্ড দুটি পর পর লিখে Enter চাপুন:
- আপনার পেন্ড্রাইভ এর ডিস্ক নাম্বার টা দেখে নিন।
- এবার sel disk 2 কমান্ডটি লিখে Enter চাপুন। (এখানে আপনার ডিস্ক নাম্বারটা দিবেন। যেমন: আমারটা 2)।
- এবার পরের কমান্ডগুলো পর পর লিখে Enter চাপুন:
- আপনার উইন্ডোজের যে ISO ফাইলটি আছে তার ভেতরের সব কপি করে পেনড্রাইভের ভিতর পেস্ট করুন।
- এখন আমাদের EFI boot manager firmware ফাইলটা কপি করে পেন্ড্রাইভের EFI ফোল্ডার এর ভিতর পেস্ট করতে হবে। তার জন্য Windows Key + R একসাথে চাপুন। এখন “C:\Windows\Boot\EFI\” এই ডিরেক্টরিতে যান। এখানে “bootmgfw.efi” ফাইলটা কপি করে পেন্ড্রাইভের efi\boot এর ভিতর পেস্ট করুন এবং Rename করুন “bootx64.efi” এই নামে। অথবা আপনি এই লিংক থেকে ফাইলটা ডাউনলোডও করতে পারেন।
- এখন পেনড্রাইভের efi\Microsoft\boot লোকেশনে গিয়ে সব cut করে efi\boot লোকেশনে পেস্ট করুন।

diskpart
list disk
clean
create partition primary
select partition 1
active
format fs=fat32 quick
assign
exit (অথবা শুধু উইন্ডো টা কেটে দিন।)

ব্যস, কাজ শেষ। এবার নিশ্চিন্তে পেনড্রাইভ থেকে উইন্ডোজ সেটাপ দিন।
Typing & Arrangement Labor by Md Sarwar Jahan Sabit.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন