
প্রাইভেসি প্রোটেকশন ড্যাশবোর্ড নিয়ে লঞ্চ হলো মজিলা ফায়ারফক্স ভার্সন ৭০.০। এখন থেকে ফায়ারফক্স ব্যবহারকারীরা কোন ওয়েবসাইট ব্যবহারকারীদের তথ্য ট্রেকিং করছে তা ড্যাশবোর্ড থেকে দেখতে পারবেন।
ফায়ারফক্স ভার্শন ৬৩ থেকেই মজিলা এই প্রাইভেসি ফিচার দিয়েছিলো। এখন তা আরো উন্নত করে ভার্শন ৭০ এ সংযুক্ত করা হয়েছে। এখন থেকে ব্যবহারকারীরা ড্যাসবোর্ড থেকে ট্রেকিং সম্পর্কিত বিবরন দেখতে পারবেন। URL বার এর বামপাশে Shield আইকন ক্লিক করে কোন নির্দিষ্ট ওয়েবসাইট কি ধরেন ট্রেকার ব্যবহার করেছে তা দেখতে পাওয়া যাবে।

Shield Icon এ ক্লিক করে Show Report সিলেক্ট করলে সম্পুর্ন ওভারভিও দেখতে পাওয়া যাবে। এখান থেকে Firefox Monitor এর মাধ্যমে পূর্বে আপনার কোন অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা তাও চ্যাক করতে পারবেন। ফায়াফক্স তাদের পাসোয়ার্ড ম্যানেজার এর নামেও পরিবর্তন এনেছে। নতুন নাম দিয়েছে "Lockwise"।

ওয়েবে বর্তমানে ২০০০+ মেজর ট্রেকার আছে যা আপনার ব্যক্তিগত তথ্য খুঁজে বেড়াচ্ছে। মজিলা সম্ভাবনা করছে যে ফায়ারফক্স ইউজারদের ৪৫০ বিলিয়নের বেশি ট্রেকার ব্লক করতে সক্ষম হবে।

আপনার ফায়াফক্স ব্রাউজার আপডেট করতে এখানে ক্লিক করুন।