স্যামসাংয়ের নতুন গ্যালাক্সি এস টেন এবং গ্যালাক্সি এস টেন প্লাসে নিরাপত্তার জন্য আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। কিন্তু গত এপ্রিল মাসে Darkshark নামের একজন Imgur ব্যবহারকারী বলেছেন যে তিনি নিজের ফিঙ্গারপ্রিন্ট থ্রিডি মডেল তৈরি করে মাত্র তিনবার চেষ্টা করেই গ্যালাক্সি এস টেন এর ফিঙ্গারপ্রিন্ট লক খুলতে সক্ষম হয়েছেন।
তিনি আরো বলেছেন যে তার নিজের ফিঙ্গারপ্রিন্টের থ্রিডি মডেলটি তৈরি করতে মাত্র ১৫ মিনিট সময় লেগেছে। এটি তৈরি করতে তিনি তার ফোনের ক্যামেরা, ফটোশপ, অটোডেস্ক থ্রিডি ম্যাক্স কম্পিউটার গ্রাফিক্স প্রোগ্রাম এবং AnyCubic Photon LCD resin printer ব্যবহার করেছেন।
অন্যদিকে স্যামসাংয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে অফিশিয়াল স্ক্রীন প্রটেক্টর বাদে অন্য কোন স্ক্রীন প্রটেক্টর ব্যবহার করলে এমনটি নাকি হতে পারে। তাই স্যামসাং ব্যবহারকারীদের অফিশিয়াল স্ক্রীন প্রটেক্টর ব্যবহার করতে অনুরোধ করেছে। পাশাপাশি পরবর্তী সফটওয়্যার আপডেটে এই সমস্যার প্যাচও পাওয়া যাবে বলে কোম্পানিটি থেকে জানানো হয়েছে।
এই বাগ ধরা পড়ার পর KaKaobank নামের একটি অনলাইন ব্যাংক অনলাইন পেমেন্ট এর ক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি এস টেন এবং গ্যালাক্সি এস টেন প্লাসের ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে অথেনটিকেশন ব্লক করে রেখেছে। তবে পিন এবং আনলকের অথেনটিকেশন চালু আছে।
সুত্র: সিনেট
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন