![]() |
Photo Credit: independent.co.uk & opinionua.com |
একটি গ্রহ, যার কিনা দুটি সূর্য। গ্রহটি আবার দুটি সূর্যকেই প্রদক্ষিণ করে। এ ধরনের গ্রহ এবারই মানুষ প্রথম দেখল। আর এমন অসাধারণ আবিষ্কারই করেছে হাই স্কুলের এক ছাত্র।
নাসার গডার্ড স্পেস লাইট সেন্টার, যেটা আমেরিকার মেরিল্যান্ডের গ্রিনবেল্ডে অবস্থিত। সেখানে ইন্টার্নশিপের সুযোগ পেয়েছিল নিউইয়র্ক এর স্কার্সডেল এর বাসিন্দা উল্ফ কুকিয়ার। ইন্টার্নশিপের তৃতীয় দিনেই সে গ্রহ আবিষ্কার করে ফেলে। তার বয়স মাত্র ১৭ বছর।
উল্ফ, নাসার ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট প্রোগ্রামে কাজ করছিলো। প্রথমবারের মতো পাওয়া এরকম গ্রহটির নাম দেওয়া হয় TOI-1338b।
Similar Search Queries:
স্কুলছাত্র খুঁজে বের করল নতুন গ্রহ, স্কুলছাত্র খুঁজে বের করল নতুন গ্রহ, স্কুলের ছাত্র পেল নতুন গ্রহ, হাইস্কুলের ছাত্র খুঁজে বের করল নতুন গ্রহ, ঘুরে বেড়াচ্ছে দু’টি তারার চারপাশে, হাই স্কুল ছাত্রের গবেষণায় সন্ধান পেল এক নতুন গ্রহের, জানুন এই নতুন গ্রহ সম্পর্কে, ১৭ বছরের স্কুলছাত্রের কামাল, তিনদিনেই 'নাসা'-কে দিল নতুন গ্রহের সন্ধান, মাত্র তিন দিনেই নতুন গ্রহ আবিষ্কার করলেন নাসার কিশোর শিক্ষানবিশ
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন