ওয়াইফাই রাউটারে বেশি বেশি ফিচার পাওয়ার আশায় আমরা OpenWrt (রাউটারের জন্য লিনাক্স বেজড ওপেন সোর্স অপারেটিং সিস্টেম) ইন্সটল করে থাকি।
যাই হোক, রাউটারের এই ওএসে যেমন সুবিধা আছে, অসুবিধাও তেমনি বিদ্যমান। অসুবিধা বলতে শুধু প্রথম প্রথম থোতানি খাওয়া লাগে!😂 কারণ কিচ্ছু বুঝা যায় না, আমার সাথেও এমন হয়েছিলো। কিন্তু আস্তে আস্তে কিছু দিন এটা নিয়া ঘাটাঘাটি করলে ঠিক হয়ে যায়। আচ্ছা, আর কথা না বাড়িয়ে আসল কথায় আসি।
১। প্রথমে আপনার Gateway IP বের করবেন। এর জন্যে Windows user হয়ে থাকলে Win+R প্রেস করে cmd টাইপ করে এন্টার করুন। এবার cmd লিখে এন্টার করলেই cmd চলে আসবে অথবা শুধু স্টার্ট মেনু তে গিয়ে cmd লিখে সার্চ করে ওপেন করলেই চলবে। এরপর
২। এখন আপনার কম্পিউটারে ssh ইন্সটল করতে হবে যদি আগে না করা থাকে। ইন্সটল হয়ে গেলে cmd দিয়ে আপনার রাউটার এক্সেস করতে হবে।
৩। রাউটার এক্সেস করার জন্যে cmd তে লিখতে হবে
৪। এখন vim এডিটর দিয়ে network file এডিট করার জন্যে টাইপ করুন:
৫। এখন এই কোড আপনার ফাইলে হুবহু লিখেন:
config interface 'wan'
option ifname 'eth0.2'
option proto 'pppoe'
option username 'username-provided-by-isp'
option password 'password-provided-by-isp'
option ipv6 'auto'
option persist 'true'
option maxfail '0'
option holdoff '10'
config device 'wan_dev'
option name 'eth0.2'
option macaddr '<mac-address-given-by-your-isp-or-any-mac-address>' #Ex.:'7F:89:8D:75:6B:99'
৬। সেভ করে এক্সিট।এখন নেটওয়ার্ক রিস্টার্ট করতে হবে নিচের কমান্ডটি রান করলেই হবে:
তাহলে হয়ে গেল আপনার রাউটারে PPPOE - কনফিগারেশন।
For More: https://openwrt.org/docs/guide-user/base-system/basic-networking
RELATED SEARCHES
openwrt debug pppoe
setting openwrt
openwrt download
openwrt ipoe
openwrt wan protocol
openwrt dsl vlan
openwrt vodafone
openwrt vodafone vdsl
OpenWrt রাউটারে PPPOE ইন্টারনেট কানেকশন
যেভাবে আপনি PPPOE কনফিগারেশন করবেন আপনার OpenWrt রাউটারে
যাই হোক, রাউটারের এই ওএসে যেমন সুবিধা আছে, অসুবিধাও তেমনি বিদ্যমান। অসুবিধা বলতে শুধু প্রথম প্রথম থোতানি খাওয়া লাগে!😂 কারণ কিচ্ছু বুঝা যায় না, আমার সাথেও এমন হয়েছিলো। কিন্তু আস্তে আস্তে কিছু দিন এটা নিয়া ঘাটাঘাটি করলে ঠিক হয়ে যায়। আচ্ছা, আর কথা না বাড়িয়ে আসল কথায় আসি।
যেভাবে আপনি PPPOE কনফিগারেশন করবেন আপনার OpenWrt রাউটারে
১। প্রথমে আপনার Gateway IP বের করবেন। এর জন্যে Windows user হয়ে থাকলে Win+R প্রেস করে cmd টাইপ করে এন্টার করুন। এবার cmd লিখে এন্টার করলেই cmd চলে আসবে অথবা শুধু স্টার্ট মেনু তে গিয়ে cmd লিখে সার্চ করে ওপেন করলেই চলবে। এরপর
ipconfigলিখে এন্টার করলেই চলে আসবে আপনার রাউটারের Gateway IP.
৩। রাউটার এক্সেস করার জন্যে cmd তে লিখতে হবে
ssh root@192.168.1.1(এখানে আমার রাউটার এর Gateway IP দিয়েছি। আপনি আপনারটা ব্যবহার করবেন।)
এরপর আপনি যদি প্রথমবার রাউটার ssh দিয়ে এক্সেস করে থাকেন, তাহলে (yes/no) এর একটা অপশন আসবে। yes লিখে এন্টার করলে আপনার রাউটার এর admin পাসওয়ার্ড চাইবে। সেখানে আপনার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই আপনার রাউটার এর OS এ আপনি।
৪। এখন vim এডিটর দিয়ে network file এডিট করার জন্যে টাইপ করুন:
vi /etc/config/network
৫। এখন এই কোড আপনার ফাইলে হুবহু লিখেন:
config interface 'wan'
option ifname 'eth0.2'
option proto 'pppoe'
option username 'username-provided-by-isp'
option password 'password-provided-by-isp'
option ipv6 'auto'
option persist 'true'
option maxfail '0'
option holdoff '10'
config device 'wan_dev'
option name 'eth0.2'
option macaddr '<mac-address-given-by-your-isp-or-any-mac-address>' #Ex.:'7F:89:8D:75:6B:99'
৬। সেভ করে এক্সিট।এখন নেটওয়ার্ক রিস্টার্ট করতে হবে নিচের কমান্ডটি রান করলেই হবে:
/etc/init.d/network restart
তাহলে হয়ে গেল আপনার রাউটারে PPPOE - কনফিগারেশন।
For More: https://openwrt.org/docs/guide-user/base-system/basic-networking
বোনাস
vim এডিটরে এডিট করার জন্যে ৪ নং স্টেপের পর i (input) প্রেস করে ইনপুট করতে হবে network ফাইলে। এরপর সেভ এবং এক্সিট করার জন্যে প্রথমে Esc প্রেস করে নরমাল মোডে এনে :wq অথবা :x টাইপ করে এন্টার করতে হবে।সতর্কবার্তা
আপনার রাউটারে OpenWrt সাপোর্ট করবে কিনা তা জানতে OpenWrt এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে চেক করে নিন।RELATED SEARCHES
openwrt debug pppoe
setting openwrt
openwrt download
openwrt ipoe
openwrt wan protocol
openwrt dsl vlan
openwrt vodafone
openwrt vodafone vdsl
OpenWrt রাউটারে PPPOE ইন্টারনেট কানেকশন
যেভাবে আপনি PPPOE কনফিগারেশন করবেন আপনার OpenWrt রাউটারে
Thanks (y)
উত্তরমুছুনWelcome :)
মুছুন