ফেসবুক ইউআরএল ডিবাগার কি
এটি ফেসবুকের তৈরি একটি অনলাইন টুল যার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের লিংক শেয়ার করতে পারবেন এবং ওয়েবসাইটে থাকা বিভিন্ন ইরোর শনাক্ত করতে পারবেন। এটির মাধ্যমে মূলত ইরোর নয়, বরং ফেসবুকে কোন লিংক শেয়ার করার ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া আপনাকে মেইন্টেইন করতে হবে তা সম্পর্কে আপনি ধারণা পেতে পারেন এই ওয়েবসাইট থেকে।
যেমন: আপনার যদি একটি ওয়েবসাইট থাকে তবে ফেসবুকে ওই ওয়েবসাইটের নামে একটি ফেসবুক অ্যাপ চালু রাখতে হবে এবং সেই ফেসবুকের আইডি নির্দিষ্ট মেটা ট্যাগে যোগ করতে হবে। তাছাড়া আপনার ব্লগের কোন পোস্ট বা ওয়েবসাইটের যেকোনো পেজের মূল ফটো যা কিনা ফেসবুকে থাম্বনেইল আকারে দেখানো হবে তার রেজুলেশন কত হবে ইত্যাদি বিভিন্ন বিষয় রয়েছে যা ফেসবুকে ওয়েবসাইটের লিংক প্রকাশ করার আগে ঠিকঠাক করে নিতে হয়। এক্ষেত্রে ফেসবুক ইউআরএল ডিবাগার অনেক কার্যকরী।
যেমন: আপনার যদি একটি ওয়েবসাইট থাকে তবে ফেসবুকে ওই ওয়েবসাইটের নামে একটি ফেসবুক অ্যাপ চালু রাখতে হবে এবং সেই ফেসবুকের আইডি নির্দিষ্ট মেটা ট্যাগে যোগ করতে হবে। তাছাড়া আপনার ব্লগের কোন পোস্ট বা ওয়েবসাইটের যেকোনো পেজের মূল ফটো যা কিনা ফেসবুকে থাম্বনেইল আকারে দেখানো হবে তার রেজুলেশন কত হবে ইত্যাদি বিভিন্ন বিষয় রয়েছে যা ফেসবুকে ওয়েবসাইটের লিংক প্রকাশ করার আগে ঠিকঠাক করে নিতে হয়। এক্ষেত্রে ফেসবুক ইউআরএল ডিবাগার অনেক কার্যকরী।
ফেসবুক ইউআরএল ডিবাগার কিভাবে ব্যবহার করবেন
- প্রথমে Facebook URL Debugger Tool এর ওয়েবসাইটে প্রবেশ করুন।
Facebook URL Debugger এর ওয়েবসাইট - এবার যেই ওয়েবপেজটি আপনি ফেসবুক ইউআরএল ডিবাগারের মাধ্যমে পরীক্ষা করতে চান সেই পেজের লিংকটি পেস্ট করুন এবং এন্টার চাপুন।
আপনার ওয়েবপেজের ঠিকানা এখানে লিখুন - এবার ফেসবুক আপনাকে আপনার ওয়েব পেজের বিভিন্ন মিসিং ট্যাগ এবং ভুলগুলো ধরিয়ে দিবে। এখন আপনার কাজ হচ্ছে ফেসবুকের দেখানো নিয়ম অনুযায়ী গুলো শুধরে নেওয়া এবং মিসিং ট্যাগগুলো আপনার ওয়েবপেজে যোগ করা।
এই পেইজে ইরোরগুলো দেখাবে। আমার যেহেতু নেই, তাই দেখাচ্ছে না! - ওয়েবপেইজে ভুল শুধরে নেবার পর Scrape Again বাটনে ক্লিক করে দেখে নিন আর কোনো ইরোর আছে কিনা।
পেজের অবস্থা পুনরায় যাচাই করতে Scrape Again বাটনে ক্লিক করুন
ব্যস, এভাবেই আপনি আপনার ওয়েব পেজ থেকে ফেসবুকে শেয়ারের উপযোগী করে তুলতে পারেন এবং অনাকাঙ্ক্ষিত ব্লক খাওয়া থেকে নিরাপদে রাখতে পারেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন