এমন কাউকে পাওয়া খুব কঠিন যার ব্লগ আছে, অথচ ব্লগ লিংক শেয়ার করতে গিয়ে ফেববুকে ব্লক খায় নি!
তেমনই একদিন সকালে একজন তার ইউটিউব চ্যানেলের লিংক দিলো এবং আমি আমাদের ব্লগের লিংকও দিলাম। এর আগে সর্বশেষ লিংক শেয়ার করেছিলাম ১/২ সপ্তাহ আগে। সেদিন দুপুরেই এই ব্লগেরই একজন এডমিনের সাথে ফেসবুকে চ্যাটিং করার সময় বুঝতে পারলাম যে ব্লগের লিংক আর শেয়ার করা যাচ্ছে না। বুঝিয়ে বলতে পারব না কেমন লাগছিলো সে সময়। অনেকবার আপিল করলাম, কোনো কাজ হলো না।
এরপর আমরা সিদ্ধান্ত নিলাম যে আলাদা ডোমেইন লাগাব (বর্তমান techsmsbd.com) এবং এরপর থেকে আর বেশি লিংক শেয়ার করব না। কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। আবারও লিংক ব্লকড।
গুগলে সার্চ করে জানতে পারলাম যে Facebook URL Debugger Tool নামের ফেসবুকের একটি অনলাইন টুলের মাধ্যমে ফেসবুকে শেয়ার করা ওয়েবপেইজের ইরোর চেক করা যায়। কিন্তু যেহেতু আমাদের ব্লগের লিংক আগে থেকেই ফেসবুকে ব্লকড ছিলো, তাই আর চেক করাও গেল না।
এর প্রায় ২ মাস পর একদিন ব্লগের টেমপ্লেট ঘাটাঘাটি শুরু করলাম এটা দেখতে যে তাতে কোনো সমস্যা আছে কিনা। তখন খেয়াল করলাম যে ব্লগের fb-app মেটা ট্যাগে fb-app-number এর বদলে ফেসবুক পেজ নাম্বার দেওয়া ছিলো। সেটা ঠিক করে ফেসবুকে ডিটেইলে আপিল করলাম। fb-app-id ট্যাগে যে সমস্যা ছিলো তাও উল্লেখ করলাম। আপিলের ২৪ ঘন্টার ভিতরেই আবার ফেসবুকে লিংক শেয়ার করা সম্ভব হয়। উল্লেখ্য, যেদিন দুপুরে আপিল সাবমিট করি, তার পরদিন সকালেই ব্লক ঠিক হয়ে যায়।
আমাদের গল্প
আমাদের ব্লগেরও মূল blogspot লিংক এবং techsmsbd ডোমেইল ফেসবুকে ব্লকড হয়েছিলো। এমন না যে হরহামেশাই লিংক শেয়ার করতাম। মাঝে মধ্যে ফেসবুকে কারো সাথে চ্যাট হলে বলতাম যে এটা আমাদের ব্লগ, ভিজিট করে আসতে পারো।তেমনই একদিন সকালে একজন তার ইউটিউব চ্যানেলের লিংক দিলো এবং আমি আমাদের ব্লগের লিংকও দিলাম। এর আগে সর্বশেষ লিংক শেয়ার করেছিলাম ১/২ সপ্তাহ আগে। সেদিন দুপুরেই এই ব্লগেরই একজন এডমিনের সাথে ফেসবুকে চ্যাটিং করার সময় বুঝতে পারলাম যে ব্লগের লিংক আর শেয়ার করা যাচ্ছে না। বুঝিয়ে বলতে পারব না কেমন লাগছিলো সে সময়। অনেকবার আপিল করলাম, কোনো কাজ হলো না।
এরপর আমরা সিদ্ধান্ত নিলাম যে আলাদা ডোমেইন লাগাব (বর্তমান techsmsbd.com) এবং এরপর থেকে আর বেশি লিংক শেয়ার করব না। কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। আবারও লিংক ব্লকড।
গুগলে সার্চ করে জানতে পারলাম যে Facebook URL Debugger Tool নামের ফেসবুকের একটি অনলাইন টুলের মাধ্যমে ফেসবুকে শেয়ার করা ওয়েবপেইজের ইরোর চেক করা যায়। কিন্তু যেহেতু আমাদের ব্লগের লিংক আগে থেকেই ফেসবুকে ব্লকড ছিলো, তাই আর চেক করাও গেল না।
![]() |
Facebook URL Debugger Tool |
এর প্রায় ২ মাস পর একদিন ব্লগের টেমপ্লেট ঘাটাঘাটি শুরু করলাম এটা দেখতে যে তাতে কোনো সমস্যা আছে কিনা। তখন খেয়াল করলাম যে ব্লগের fb-app মেটা ট্যাগে fb-app-number এর বদলে ফেসবুক পেজ নাম্বার দেওয়া ছিলো। সেটা ঠিক করে ফেসবুকে ডিটেইলে আপিল করলাম। fb-app-id ট্যাগে যে সমস্যা ছিলো তাও উল্লেখ করলাম। আপিলের ২৪ ঘন্টার ভিতরেই আবার ফেসবুকে লিংক শেয়ার করা সম্ভব হয়। উল্লেখ্য, যেদিন দুপুরে আপিল সাবমিট করি, তার পরদিন সকালেই ব্লক ঠিক হয়ে যায়।
এখন আপনি কি করবেন
সহজ কথা! ব্লগের লিংক ফেসবুকে দেওয়ার আগে Facebook URL Debugger Tool দিয়ে চেক করে নিন। একবার চেক করার পর আর বার বার প্রত্যেক পোস্টের জন্য চেক করার প্রয়োজন হবে না। তবে আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে মাসে একবার আপনার ব্লগের হোমপেজ এবং যেকোনো একটি পোস্টের লিংক Facebook URL Debugger Tool দিয়ে চেক করাবেন। কারণ ফেসবুক কখন কোন নিয়ম চালু করে বলা যায় না। আজকে যেটাতে সমস্যা নেই কালকে হয়তো সেটাতে সমস্যা থাকতেও পারে।
কিভাবে ফেসবুক ইউআরএল ডিবাগার ব্যবহার করবেন
এ ব্যাপারে শীঘ্রই ব্লগে পোস্ট হবে। পোস্ট পেতে ব্লগে সাবস্ক্রাইব করে রাখুন।
আপডেট:
"Facebook URL Debugger কিভাবে ব্যবহার করবেন" পোস্টটি ব্লগে আপলোড করা হয়েছে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন