Kali Undercover নামে একটি ফিচার Kali Linux 2019.4 তে যোগ করা হয়েছে। বর্তমানে যদিও কালি লিনাক্সের লেটেস্ট ভার্শন হচ্ছে 2020.1, তবে আমার মত অনেকেই হয়তো এই ফিচারটির কথা শোনেন নি। তাই একটু লেখালেখিতে বসলাম।
এটি লেটেস্ট কালি লিনাক্সে থাকা একটি ফিচার যা দ্বারা কালি লিনাক্সের ডেস্কটপকে ২-৩ সেকেন্ডের মধ্যেই দেখতে উইন্ডোজ টেনের মত করে ফেলা যায়। অর্থাৎ, উইন্ডোজ টেনের মত আইকনস, টাস্কবার, ওয়ালপেপার, ফাইল এক্সপ্লোরার, নোটপ্যাড, কমান্ড প্রমট ইত্যাদি।
Kali Linux কি
কালি লিনাক্স হচ্ছে লিনাক্স বেসড ওপেন সোর্স পেনটেস্টিং অপারেটিং সিস্টেম। সহজভাবে বললে, ইথিকাল হ্যাকিং শেখা এবং প্রয়োগ করার জন্য তৈরি করা একটি অপারেটিং সিস্টেম হচ্ছে কালি লিনাক্স।
Kali Undercover Mode কি
![]() |
Image from Linux Uprising |
এটি লেটেস্ট কালি লিনাক্সে থাকা একটি ফিচার যা দ্বারা কালি লিনাক্সের ডেস্কটপকে ২-৩ সেকেন্ডের মধ্যেই দেখতে উইন্ডোজ টেনের মত করে ফেলা যায়। অর্থাৎ, উইন্ডোজ টেনের মত আইকনস, টাস্কবার, ওয়ালপেপার, ফাইল এক্সপ্লোরার, নোটপ্যাড, কমান্ড প্রমট ইত্যাদি।
এর কি দরকার
Kali Linux 2019.4 এর রিলিজ এনাউন্সমেন্টে এমনটা জানানো হয়েছে:
"Say you are working in a public place, hacking away, and you might not want the distinctive Kali dragon for everyone to see and wonder what it is you are doing. So, we made a little script that will change your Kali theme to look like a default Windows installation. That way, you can work a bit more incognito. After you are done and in a more private place, run the script again and you switch back to your Kali theme. Like magic!"সহজভাবে বলতে, আপনি কখনই চাইবেন না আপনার হ্যাকিং কার্যকলাপের সময় কেউ সেটা দেখে ফেলুক কিংবা আপনার ডেক্সটপের ওয়ালপেপারে থাকা ড্রাগনের আইকন আর টার্মিলানের কালো ব্যাকগ্রান্ডের হাবিজাবি সাদা লেখা দেখে কেউ ভয় পাক। সেক্ষেত্রে এই কালি আন্ডারকভার মোড অনেক কাজে দিবে বলে মনে করছে কালি লিনাক্স তৈরি করা প্রতিষ্ঠান Offensive Security।
আমি ভাই হ্যাক-ফ্যাক করি না, আমার কি লাভ
এবার আসল কথায় আসি। আপনি যদি আপনার আনকমন লুকিং লিনাক্স ডেস্কটপকে শো অফ করতে না চান... ওয়েট ওয়েট। অনেকেই বলবেন, "কেন নয়?"
এমনও হতে পারে আপনি গুরুত্বপূর্ণ কোনো কাজ করছেন। আপনার আশেপাশে অনেক মানুষ। আপনি হয়তো চাইবেন না বার বার লোকে জিজ্ঞাসা করুক, "কিরে? এইডা কি চালাস? টাস্ক বার কই? রিফ্রেশ কই? এমুন কে সব? ব্লা...ব্লা...ব্লা..."। সেক্ষেত্রে কালি আন্ডারকভার মোড হতে পারে আপনার গোপন অস্ত্র।
কিভাবে সেটাপ করবেন কালি আন্ডারকভার
এর জন্য আপনার ডেক্সটপ এনভাইরনমেন্টটি Xfce হতে হবে। তবে আপনি যদি Xfce না চালান, কালি আন্ডারকভার ব্যবহার করতে না চান এবং সর্বদা উইন্ডোজ টেনের মত লুক ডেক্সটপে রাখতে চান, তবে আপনি B00merang-Project এর এই থিমটি ইন্সটল করে নিন। এরপর টাস্কবার বা প্যানেলটি আপনাকে ম্যানুয়ালি ঠিকাঠাক করে নিতে হবে। থিম কিভাবে সেটাপ দিতে হয় তা সম্পর্কে ধারণা পেতে আমাদের Linux Mint-কে বানান Windows 7-এর মত! পোস্টটি দেখে আসতে পারেন।
আর ডিটেইলসে না গিয়ে সোজা সেটাপের কথা বলি।
আর ডিটেইলসে না গিয়ে সোজা সেটাপের কথা বলি।
Ubuntu / Debian বেইসড ডিস্ট্রোর জন্য
সরাসরি এই লিংকে গিয়ে লেটেস্ট ভার্শনের .deb ফাইলটি ডাউললোড করে ইন্সটল দিন।
debfilename লেখা জায়গায় ফাইলটির নাম লিখতে হবে।
আনইন্সটল করতে চাইলে নিচের কমান্ডগুলো দিন:
আরও কম টাইমে করতে চাইলে শর্টকাট সেট করতে পারেন। প্রায় সব ডিস্ট্রোতে কিবোর্ড শর্টকাটের একটা অপশন থাকে। স্টার্ট মেনু (বা যাইহোক 😄) থেকে Keyboard এপ অথবা Shortcut Key নামের এপে এসব সুবিধা পাবেন।
ধুর, মিয়া! লিনাক্স চালান, এগুলা আবার শিখায়া দিতে হয় নাকি!😄
sudo dpkg -i debfilename.deb
debfilename লেখা জায়গায় ফাইলটির নাম লিখতে হবে।
অন্যান্য ডিস্ট্রো জন্য
Arch বেসড ডিস্ট্রোর জন্য AUR এ kali-undercover নামে একটি প্যাকেজ দেওয়াই আছে। ডাইরেক্ট ইন্সটল করে ফেলতে পারেন সেখান থেকে। Arch সহ অন্যান্য ডিস্ট্রোতে ম্যানুয়ালি সেটাপ করতে চাইলে টার্মিনাল ওপেন করে নিচের কমান্ডগুলো দিন:git clone https://gitlab.com/kalilinux/packages/kali-undercover cd kali-undercover sudo cp -r share /usr/ sudo cp bin/kali-undercover /usr/bin/
আনইন্সটল করতে চাইলে নিচের কমান্ডগুলো দিন:
sudo rm /usr/bin/kali-undercover sudo rm /usr/share/applications/kali-undercover.desktop sudo rm -r /usr/share/icons/Windows-10-Icons sudo rm -r /usr/share/themes/Windows-10 sudo rm -r /usr/share/kali-undercover
কিভাবে চালাবেন
শুধু টার্মিনালে গিয়ে kali-undercover লিখে এন্টার দেন, আর কিছু না।kali-undercover
আরও কম টাইমে করতে চাইলে শর্টকাট সেট করতে পারেন। প্রায় সব ডিস্ট্রোতে কিবোর্ড শর্টকাটের একটা অপশন থাকে। স্টার্ট মেনু (বা যাইহোক 😄) থেকে Keyboard এপ অথবা Shortcut Key নামের এপে এসব সুবিধা পাবেন।
![]() |
Image from Linux Uprising |
ধুর, মিয়া! লিনাক্স চালান, এগুলা আবার শিখায়া দিতে হয় নাকি!😄
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন