এই ওয়েবসাইটগুলোর কথা জানলে করোনা ভাইরাসের সর্বশেষ খবরের জন্য আর নিউজ দেখতে হবে না। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও এটিই সত্য!


বিভিন্ন দেশে নভেল করোনা ভাইরাস বা COVID-19 এ আক্রান্ত হওয়ার খবর প্রতিদিনই পাওয়া যাচ্ছে। তবে এ ব্যাপারে নিয়মিত আপডেটের থাকার নতুন পদ্ধতি বের হয়েছে।
এর মধ্যে সবচেয়ে আপডেটের তথ্য পাওয়া যাচ্ছে https://coronavirus.app/ ওয়েবসাইটে। অন্যসব ওয়েবসাইট বা ওয়েব এপের চেয়ে এর ইন্টারফেস অনেক বেশি neat & clean এবং এর তথ্যও সবচেয়ে আপডেটেড!
![]() |
coronavirus.app ওয়েবসাইটটির ইন্টারফেস |
এছাড়াও Coronavirus COVID-19 Global Cases map নামে একটি ওয়েব এপ তৈরি করেছে Johns Hopkins University এর The Center for Systems Science and Engineering (CSSE) বিভাগ। এটি প্রতি ঘন্টায় হালনাগাদ হচ্ছে। এতে জুম করা যায় এমন একটি ম্যাপ রয়েছে যার দ্বারা পৃথিবীর কোন কোন এলাকায় করোনা ভাইরাসের উপদ্রব কেমন তা লাল বৃত্তের মাধ্যমে দেখানো হচ্ছে।
![]() |
করোনা ভাইরাসের হালনাগাদ দেখানো ওয়েবসাইটের ইন্টারফেস |
ম্যাপটি অনুযায়ী ১০ মে, ২০২০ রাত ৯:১৩ নাগাদ বিশ্বে করোনা ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়েছে ১,১৬,১৬৬ জন, মৃত্যুবরণ করেছে ৪০৮৮ জন এবং আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ৬৪,৩৮৭ জন।
এই ওয়েবসাইটে থাকা হালনাগাদসমূহ আমেরিকার Centers for Disease Control and Prevention, শহর ও এলাকাভিত্তিক কর্তৃপক্ষ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং সারাবিশ্বের বিভিন্ন দেশে থাকা সরকারি স্বাস্থ্যসংস্থা থেকে সংগৃহীত।
করোনা ভাইরাসের কারণে সারাবিশ্ব জুড়ে ব্যবসা বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, ভ্রমণ, খেলাধুলা সহ বিভিন্ন খাতে বিরূপ প্রভাব পড়েছে। সারাবিশ্বের বিজ্ঞানী ও গবেষকেরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই ঘাতক ব্যধির প্রতিকার বের করার জন্য।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন