আমার মত হয়তো অনেকেই জানতেন না। যাহোক, আসল কথা হলো ফেসবুক তাদের ফেসবুক লাইট এপে ডার্ক মোড এনেছে।
ফেসবুক এপ মূলত তৈরি হয়েছিলো আমাদের মত কম ডাটা ব্যবহারকারীদের জন্য। এবার এ ফিচার বাদেও নতুন কারণ তৈরি হলো ফেসবুক লাইট এপ ব্যবহার করার। দ্রুততম সোশাল মিডিয়া এক্সপেরিয়েন্সের সাথে এবার যুক্ত হলো জনপ্রিয় ডার্ক মোড।
কোনো এক কারণে ডার্ক মোডকে ফেসবুক লাইট এপের আগেই মূল এপের পূর্বে যোগ্য হিসেবে মনে করল ফেসবুক।
মেসেঞ্জার, ইন্সটাগ্রাম আর হোয়াটসপের পর ডার্ক মোড ফিচার যুক্ত হলো ফেসবুক লাইট এপে।
ক্রোম, ফায়ারফক্স সহ অনেকে ব্রাউজারে বিভিন্ন এক্সটেনশন আর এড অন ব্যবহার করে ডার্ক মোড আমরা অনেকেই ইউজ করি।
তবে আপনারা অনেকেই হয়তো শুনেছেন ফেসবুকের ওয়েব ভার্শনের ডার্ক মোডের কথা যা আপাতত বেটা টেস্টিং পর্যায়ে আছে। তার উপর আবার এ ফিচারটি গুটি কয়েক লোকজন ইউজ করতে পারছে মূল রিলিজটি হবার আগে। কিন্তু ফেসবুক লাইট এপটির আপডেট বেটা টেস্টিং হিসেবে নয়, বরং সবার জন্য উন্মুক্ত থাকবে ডার্ক মোডওয়ালা এই আপডেট।
ফেসবুক এপ মূলত তৈরি হয়েছিলো আমাদের মত কম ডাটা ব্যবহারকারীদের জন্য। এবার এ ফিচার বাদেও নতুন কারণ তৈরি হলো ফেসবুক লাইট এপ ব্যবহার করার। দ্রুততম সোশাল মিডিয়া এক্সপেরিয়েন্সের সাথে এবার যুক্ত হলো জনপ্রিয় ডার্ক মোড।
কোনো এক কারণে ডার্ক মোডকে ফেসবুক লাইট এপের আগেই মূল এপের পূর্বে যোগ্য হিসেবে মনে করল ফেসবুক।
মেসেঞ্জার, ইন্সটাগ্রাম আর হোয়াটসপের পর ডার্ক মোড ফিচার যুক্ত হলো ফেসবুক লাইট এপে।
ক্রোম, ফায়ারফক্স সহ অনেকে ব্রাউজারে বিভিন্ন এক্সটেনশন আর এড অন ব্যবহার করে ডার্ক মোড আমরা অনেকেই ইউজ করি।
তবে আপনারা অনেকেই হয়তো শুনেছেন ফেসবুকের ওয়েব ভার্শনের ডার্ক মোডের কথা যা আপাতত বেটা টেস্টিং পর্যায়ে আছে। তার উপর আবার এ ফিচারটি গুটি কয়েক লোকজন ইউজ করতে পারছে মূল রিলিজটি হবার আগে। কিন্তু ফেসবুক লাইট এপটির আপডেট বেটা টেস্টিং হিসেবে নয়, বরং সবার জন্য উন্মুক্ত থাকবে ডার্ক মোডওয়ালা এই আপডেট।
ডার্ক মোডে সুইচ করুন
ডার্ক মোডে সুইচ করা অনেক সহজ।
- নিশ্চিত হন আপনার ফেসবুক লাইট এপটি লেটেস্ট ভার্শনে আপডেটেড রয়েছে।
- উপরে ডান কোণার সেটিংস মেনুতে যান।
- এবার একটু নিচে স্ক্রল করলেই Dark mode লেখা দেখতে পাবেন। এটি এনাবল করুন।
ফেসবুক লাইট এপে ডার্ক মোড
আপনি যদি এখনও ফেসবুক লাইট ব্যবহার করে না থাকেন, তবে এখুনি এন্ড্রয়েডের জন্য প্লে-স্টোর থেকে এবং আইওএসের জন্য এপ স্টোর থেকে ডাউনলোড করে ফেলুন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন