ফায়ারফক্সের লেটেস্ট আপডেট ইনস্টল করার পর ইউজাররা সর্বপ্রথম যা দেখবে তা হচ্ছে একটি নোটিস (prompt), যা ইউজারদেরকে Facebook Container add-on ইনস্টল করতে বলবে।
![]() |
Image from theregister.co.uk |
Facebook Container add-on নতুন কিছু নয়। তবে এটির সম্প্রতি 2.1.0 ভার্সন বের হয়েছে, যাতে ম্যানুয়ালি বিভিন্ন সাইটকে এড করে ফেসবুকের বিভিন্ন প্লাগিন ঐসব সাইট থেকে ম্যানুয়ালি বন্ধ রাখা যায়।
Facebook Container এর উদ্দেশ্য হচ্ছে ব্রাউজিং এর সময় ফেসবুকের ট্র্যাকিং বন্ধ করা, যাতে ফেসবুক ব্যবহারকারীরা নিরদ্বিধায় ফেসবুক চালাতে পারেন। তাদের অফিশিয়াল ডক্স (docs) অনুযায়ী,
"Installing this extension closes your Facebook tabs, deletes your Facebook cookies, and logs you out of Facebook."আপনি ফেসবুকে লগিন করলে কিছু কুকি ফাইল আপনার পিসিতে জমা হয় এবং সেগুলো আপনার ওয়েব ব্রাউজিং এর সঙ্গী হয়ে আপনি কোন কোন সাইট ভিজিট করেন তা ট্র্যাক করে। Facebook Container এড অন-টি ফেসবুকের এই কুকিগুলোকে বন্দি (isolate) করে ফেলে। এর কারণে বিভিন্ন সাইটের ফেসবুকের লাইক বাটন, কমেন্ট বক্সসহ অন্যান্য এম্বেডেড ফিচার কাজ করে। কিছু সাইটের ফেসবুকের মাধ্যমে লগিন করা লাগে, যা Facebook Container এর ফিচারের কারণে বাধাগ্রস্থ হতে পারে। তবে তাদের প্লাগিনে কোনো সাইট অন্তর্ভূক্তিকরণ থেকে বাদ রাখারও সুযোগ আছে।
![]() |
Image from theregister.co.uk |
Facebook Container ব্যবহার করা, একসাথে দুইটা ব্রাউজার ব্যবহার করার মতই, যেখানে একটাতে ফেসবুকে লগিন করা আর অন্যটা সম্পর্কে ফেসবুকের কোনো জ্ঞানই নেই
এড অনটি এ পর্যন্ত প্রায় ১.১ মিলিয়ন মানুষ ব্যবহার করেছে এবং মজিলা এড অন স্টোরে এটির 4.5 রেটিংও রয়েছে। সারাবিশ্বে ফেসবুকের যেহেতু ২.৫ বিলিয়ন ব্যবহারকারী রয়েছে, সেক্ষেত্রে ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গের কিছুটা বিচলিত হওয়ারই কথা!
তাহলে মজিলা গুগলের ব্যাপারে কি করছে, যে কিনা আরেক ডাটা-ডাকাত? এটা নিয়ে কথা বলা কঠিন। কারণ, মজিলা এই টেক জায়ান্টের দ্বারা কিছু আর্থিক সহায়তা পেয়ে থাকে।
ফায়ারফক্স এখন নতুন আপডেট বের করে মোটামুটি প্রত্যেক ৪ সপ্তাহ পর পর। তাই প্রত্যেকবারই যে নতুন নতুন ফিচার পাওয়া যাবে তা কিন্তু নয়। তবে তাদের এই রিলিজে নতুন সিকিউরিটি ফিচার যুক্ত হয়েছে। এই রিলিজে TLS (Transport Layer Security) 1.0 এবং 1.1 এর সাপোর্ট বাদ দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ, যখন কোনো সাইট ভিজিট করা হবে যা TLS 1.2 অথবা 1.3 সাপোর্ট করে না, তখন "secure connection failed" ইরোর দেখা যাবে।
Wikipedia অনুযায়ী,
Transport Layer Security (TLS), and its now-deprecated predecessor, Secure Sockets Layer (SSL),[1] are cryptographic protocols designed to provide communications security over a computer network.[2] Several versions of the protocols find widespread use in applications such as web browsing, email, instant messaging, and voice over IP (VoIP). Websites can use TLS to secure all communications between their servers and web browsers.
এই রিলিজে Cross-Origin Resource Policy এর সাপোর্টও রয়েছে। এছাড়াও Firefox 74 বাই ডিফল্ড Feature Policy সাপোর্ট করে, যা কোন সাইট কি কি ফিচার ইউজ করবে (যেমন: Clipboard data, microphone, camera ইত্যাদি) তা সীমাবদ্ধ (restrict) করে।
এই রিলিজে আরও আছে কিছু CSS আপডেট, কিছুটা tweak করা developer tools এবং React দিয়ে কাজ করার জন্য একটা উন্নত এড অন। বিস্তারিত তাদের অফিশিয়াল সাইটে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন