![]() |
James Bareham / The Verge |
পোকেমন গো (Pokémon Go) গেম তৈরিকারি প্রতিষ্ঠান নিয়ান্টিক ইনকর্পোরেটেড (Niantic, Inc) তাদের গেমে নতুন কিছু অস্থায়ী আপডেট এনেছে যাতে ঘরের বাইরে না গিয়েও পোকেমন গো খেলা যায়। ডেভেলপাররা polygon.com - কে জানিয়েছেন যে তারা জরুরি ভিত্তিতে কিচু টুইক আনতে যাচ্ছেন গেমটিতে যাতে করে Individual Settings এ গেমুটি খেলা সহজ হয়। গেমটির একজন মুখপাত্র বলেন, "আমরা গেমটিতে এসব পরিবর্তন এনেছি বৈশ্বিক স্বাস্থ্যের অবস্থা চিন্তা করে। তবে ব্যবহারকারীরা যেন চাইলেই গেমটি বাড়ির বাইরেও খেলতে পারেন সেই ব্যবস্থা রাখা হয়েছে।"
করোনার প্রকোপ ঠেকাতে ডাক্তাররা লোকজনকে ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন অথবা যেখানে সম্ভব সেখানে কারো থেকে অন্তত ৬ ফুট দূরে থাকার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে পোকেমন গো হচ্ছে এমন একটি গেম যা ব্যবহারকারীদের বাড়ির বাইরে বের হওয়া, নির্দিষ্ট জায়গা খুঁজে বের করার মত সামাজিক এক্সপেরিমেন্ট করতে উৎসাহ দেয়।
এই আপডেটটি অলরেডি চালু হয়েছে এবং অন্য কোনো নোটিসের আগ পর্যন্ত বহাল থাকবে। যদিও এই আপডেটের দ্বারা অনেককেই হয়তো ঘরের ভেতর আটকে রাখা যাবে না, তবে করোনায় আক্রান্ত অনেককেই হয়তো তাদের কেবিনের বন্দী অবস্থায় ব্যস্ত রাখবে এবং বিনোদন দিবে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন