মনে হচ্ছে ফেসবুক তার শিকড়ের টানে শিকড়ের দিকে ছুটে যেতে চাচ্ছে। এই বিখ্যাত এপটাই কিন্তু একসময় ছোট পর্যায়ে একটা কলেজ ক্যাম্পাসের গন্ডির ভিতরে ছিল।
'ক্যাম্পাস' নামে একটি নতুন ফিচার আনতে যাচ্ছে ফেসবুক যা একই বিশ্ববিদ্যালয় বা কলেজের শিক্ষার্থীদের একে অপরের সাথে পরিচিত ও সংযুক্ত হওয়ার সুযোগ করে দেবে।
অ্যাপ গবেষক জেন মাঞ্চুন ওয়াংয়ের মতে, ফেসবুক "ক্যাম্পাস" নামে একটি নতুন ফিচার তৈরিতে কাজ করছে যা হবে কলেজ/বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ ফিচার।
ওংয়ের টুইট অনুসারে, ক্যাম্পাস ফিচারটিতে গ্রুপ, ইভেন্ট এবং স্নাতক বছর, স্নাতকের বিষয়ের মতো আরও তথ্য অন্তর্ভুক্ত করা হবে। এর মাধ্যমে একই ক্লাস এবং প্রোগ্রামের সকল শিক্ষার্থীদের পরিচিত করিয়ে দিতে সহায়তা করবে।
এই ফিচারটি ব্যবহারের জন্য কলেজ বা বিশ্ববিদ্যালয়ের .edu ইমেইল লাগবে।
তবে কবে এই ফিচারটি ফেসবুকে আসবে তা তিনি স্পষ্ট করে বলেন নি। বরং বলেন যে এ নিয়ে ফেসবুকের বর্তমানে জানানোর মত তেমন কিছুই নেই।
'ক্যাম্পাস' নামে একটি নতুন ফিচার আনতে যাচ্ছে ফেসবুক যা একই বিশ্ববিদ্যালয় বা কলেজের শিক্ষার্থীদের একে অপরের সাথে পরিচিত ও সংযুক্ত হওয়ার সুযোগ করে দেবে।
![]() |
Source: reuters |
অ্যাপ গবেষক জেন মাঞ্চুন ওয়াংয়ের মতে, ফেসবুক "ক্যাম্পাস" নামে একটি নতুন ফিচার তৈরিতে কাজ করছে যা হবে কলেজ/বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ ফিচার।
ওংয়ের টুইট অনুসারে, ক্যাম্পাস ফিচারটিতে গ্রুপ, ইভেন্ট এবং স্নাতক বছর, স্নাতকের বিষয়ের মতো আরও তথ্য অন্তর্ভুক্ত করা হবে। এর মাধ্যমে একই ক্লাস এবং প্রোগ্রামের সকল শিক্ষার্থীদের পরিচিত করিয়ে দিতে সহায়তা করবে।
Facebook is working on “Campus”, a new space exclusive for college students— Jane Manchun Wong (@wongmjane) April 9, 2020
There will be Groups, Events, etc for “Campus” spaces pic.twitter.com/cfEwubLxTt
এই ফিচারটি ব্যবহারের জন্য কলেজ বা বিশ্ববিদ্যালয়ের .edu ইমেইল লাগবে।
তবে কবে এই ফিচারটি ফেসবুকে আসবে তা তিনি স্পষ্ট করে বলেন নি। বরং বলেন যে এ নিয়ে ফেসবুকের বর্তমানে জানানোর মত তেমন কিছুই নেই।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন