গুগল ও অ্যাপলের ইঞ্জিনিয়ারিং টিম একত্রিত হয়েছেন এক প্রকার ডিসেন্ট্রালাইজড কন্টাক্ট ট্রেসিং টুল তৈরি করার জন্য যার মাধ্যমে ব্যবহারকারীরা বুঝতে পারবেন তিনি কোডিভ-১৯ এ আক্রান্ত কারও সংস্পর্শে এসেছেন কিনা।
![]() |
Source: techcrunch |
কন্টাক্ট ট্রেসিং এর দ্বারা কোনো রোগ কতটুকু ছড়িয়েছে বা কার কার মধ্যে ছড়িয়েছে তার একটি আন্দাজ পাওয়া সম্ভব। এতে পাবলিক স্বাস্থ্য নিয়ে গবেষণা করা প্রতিষ্ঠানগুলোর জন্য রোগের বিস্তার সম্পর্কে জানতে সুবিধা হবে।
এই প্রজেক্টের প্রথম অংশ হচ্ছে একটি API যা স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠানেরা তাদের এপে ইন্টিগ্রেট করবে। এর দ্বিতীয় অংশে রয়েছে এক প্রকার সিস্টেম-লেভেল কন্টাক্ট ট্রেসিং সিস্টেম (যা অপারেটিং সিস্টেমের আপডেট হিসেবে ওএসে যোগ হবে) যা iOS এবং Android এ opt-in ব্যসিসে কাজ করবে। অর্থাৎ, যে চায় সে এটি এনাবল বা ডিসেবল করতে পারবে।
এক্ষেত্রে ব্লুটুথ প্রযুক্তির সহায়তায় ব্যবহারকারীর ফোন স্বয়ংক্রিয়ভাবে আশেপাশের ব্লুটুথ এনাবলড ডিভাইস খুঁজবে। যাদের কোভিড-১৯ পজিটিভ আসবে, তাদের ডিভাইস সিগনেচার স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠান গুগল আর অ্যাপলের API ইউজ করে সংরক্ষণ করবে। যখনই দুজন ব্যক্তি পাশাপাশি আসবেন, তখন ব্লুটুথ সিগনালের মাধ্যমে পাওয়া অপরজনের ডিভাইস সিগনেচার যদি অ্যাপল এবং গুগলের সার্ভারে রাখা কোনো কোডিভ-১৯ এ আক্রান্ত ব্যক্তির ডিভাইস সিগনেচারের সাথে ম্যাচ করে, তবে সুস্থ ব্যক্তি তা জানতে পারবেন। যদিও এই ম্যাচ নির্ভর করবে কতটা সময় ডিভাইস দুটো কাছাকাছি ছিল এবং কতদূরে ছিলো।
এই পদ্ধতিতে ডিভাইসগুলো প্রায় ১৫ মিনিট পর পর ব্লুটুথের মাধ্যমে আশেপাশে ডিভাইস খুঁজবে।
এক্ষেত্রে কোভিড-১৯ এ আক্রান্ত ব্যক্তিও ফোনে নোটিফিকেশন পাবেন যাতে তিনি সুস্থ ব্যক্তি থেকে দূরে থাকেন। বলে রাখা ভালো, যারা সার্ভিসটিতে opt-in করবেন বা সার্ভিসটি গ্রহণ করবেন কোভিড-১৯ এ আক্রান্ত হিসেবে, তাদের ফোনে এই সার্ভিসটি ১৪ পর্যন্ত চালু থাকবে।
এ নিয়ে প্রাইভেসি-সচেতন জনতার মধ্যে অনেক জিজ্ঞাসা তৈরি হয়েছে। তবে গুগল এবং অ্যাপলের ভাষ্য অনুযায়ী এই সার্ভিসটি কোনো লোকেশন ডাটা ইউজ করবে না।
ডিভাইস সিগনেচার হিসেবে কোনো IMEI, MAC Address বা ঐটা ধরনের কিছু ব্যবহৃত না হয়ে ডিভাইসের এসব তথ্যের উপর ভিত্তি করে ডিভাইসই সংক্রিয়ভাবেই ইউনিক ডিভাইস সিগনেচার আইডি তৈরি করবে।
আর এর মাধ্যমে আপনি শুধু দেখতে পারবেন আপনার আশেপাশে কোডিভ-১৯ এ আকান্ত কেউ ছিলেন কিনা। তার নাম ও অন্যান্য তথ্য আপনি দেখতে পারবেন না যদি সে আক্রান্ত ব্যক্তি তা শেয়ার না করেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন