এবার যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, তাদের ভর্তি প্রক্রিয়া শুরু হবে ৬ জুন, ২০২০ তারিখ থেকে। এমনটাই জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক হারুন অর রশিদ।
তবে যেহেতু কলেজে ভর্তি প্রক্রিয়া নির্ভর করবে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের উপর, তাই এই (মে) মাসে এসএসসির রেজাল্ট দেওয়া হলেই কলেজে ভর্তির কার্যক্রম শুরু হবে।
অন্যবারের মত এবারেও অনলাইন পদ্ধতিতে এসএসসি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করেই কলেজে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। পূর্বে এ ভর্তি প্রক্রিয়া ১০ মে-তে শুরু হবার কথা থাকলেও করোনার প্রকোপে এসএসসির ফলাফল প্রকাশ পিছিয়ে যাওয়ায় সময় পরিবর্তন করতে হলো।
অন্যদিকে গত সোমবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের এক্সাম কন্ট্রোলার প্রফেসর মোঃ আবুল বাসার জানিয়েছেন যে এ (মে) মাসেই এসএসসির ফলাফল প্রকাশিত হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবছর ২৮,৮৮৪ টি প্রতিষ্ঠান থেকে ১৬,৩৫,২৪০ জন্য শিক্ষার্থী নয়টি সাধারণ বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ছেলে এবং মেয়ে শিক্ষার্থীর সংখ্যা যথাক্রমে ৭,৯১,৯১৮ জন এবং ৮,৪৩,৩২২ জন। পাশাপাশি মাদ্রাসা বোর্ড থেকে অংশগ্রহণ করে ২,৬১,২৫৪ জন এবং কারগরি শিক্ষাবোর্ড থেকে অংশগ্রহণ করে ১,১৩১,২৮৫ জন।
গতবছর ৬ই মে এসএসসি রেজাল্ট প্রকাশিত হয়। এবছর এসএসসি পরীক্ষা শুরু হয় ৩রা ফেব্রুয়ারি থেকে এবং শেষ হয় ৫ই মার্চ।
তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন