ভিডিও নিয়ে কাজ করার সময় হয়তো আমাদের এমন হয়েছে যে সফটওয়্যার বা ওয়েবসাইটে যেই ভিডিও ফরমেটটি চাচ্ছে, তা আমাদের কাছে নেই। সেক্ষেত্রে আমরা একটি মিডিয়া কনভার্টার সফটওয়্যার ব্যবহার করে থাকি। অধিকাংশ সময় এসব সফটওয়্যার ভিডিওটি পুনরায় রিএনকোড করে থাকে যার ফলে সামান্য একটি কাজেও অনেক সময় লাগে। আজকের টিউটোরিয়ালে আমরা দেখাবো কিভাবে রিএনকোডিং ছাড়াই কয়েক সেকেন্ডের মধ্যে বড় বড় ভিডিও ফাইল কনভার্ট করা যায়।
তাহলে শুরু করছি...
Change Video Format In Seconds
Method 01 - ফাইল ফরমেট চেঞ্জ করা
এটি সবচেয়ে সহজ এবং অতিরিক্ত কোনো সফটওয়্যার ছাড়াই করা সম্ভব। উইন্ডোজে বাই ডিফল্ড এক্সটেনশন চেঞ্জ করা না গেলেও Control Panel থেকে Folder Option এ গিয়ে সহজেই এক্সটেনশন চেঞ্জ করার অপশন চালু করতে পারবেন।
Windows এ কিভাবে পরিবর্তন করবেন ফাইল এক্সটেনশন?অনেক সময় নানা প্রয়োজনে কিংবা কৌতুহলবশত ফাইল এক্সটেনশন পরিবর্তনের ইচ্ছা আমাদের কমবেশি জাগতেই পারে। এই পোস্টটিতে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে কিভাবে ফাইল এক্সটেনশন চেঞ্জ করা যায় তা-ই দেখানো হবে... পড়ুন |
এ পদ্ধতিটির অপকারিতা হচ্ছে এটি মূলত ফাইলের ভিতরে কোনো পরিবর্তন আনে না। ফলে অনেক সফটওয়্যারেই ফাইলটিকে আনসাপোর্টেড দেখাবে। আমি ফেসবুকে কোনো ভিডিও আপলোড করার সময় তা যদি mkv ফরমেটে থাকে তবে ফাইলটি mp4 এ রিনেম করে তা আপলোড করে থাকি।
Method 02 - ffmpeg দিয়ে কনভার্ট করা
ffmpeg এর নাম হয়তো আপনারা অনেকে নাও শুনে থাকতে পারেন। পৃথিবীতে থাকা অধিকাংশ কনভার্টার সফটওয়্যারের ব্যাকএন্ডে মূল কনভার্শনের ভূমিকা পালন করে ffmpeg। এটি মূলত একটি কমান্ড লাইন এপ। তাই এটি ব্যবহার করতে হলে কিছুটা টেকনিক্যাল জ্ঞান থাকতে হবে।
ffmpeg ব্যবহার করার জন্য:
- ffmpeg এর ওয়েবসাইট থেকে উইন্ডোজের জন্য বিল্ড ভার্শনের zip ফাইলটি ডাউনলোড করে এক্সট্রাক্ট করতে পরে। এরপর এর ভিতরে থাকা bin ফোল্ডারটি উইজার ভ্যারিয়েবল PATH এ এড করে দিতে হবে। এই ভিডিওটিতে বিস্তারিত দেওয়া আছে।
- আপনার যে ভিডিওগুলো একটা নির্দিষ্ট ফোল্ডারে রাখুন। সেই ডিরেক্টরিতেই fixed নামে আলাদা একটি ফোল্ডার তৈরি করুন। এটিতেই কনভার্টেড ফাইলগুলো সেভ হবে।
- এবার সেই আগের ডিরেক্টরিতেই Notepad ওপেন করে একটি ফাইল তৈরি করুন এবং তা converter.bat নামে সেভ করুন। ফাইলটির ভিতরে নিচের লেখাগুলো থাকবে:
@echo offif not exist "fixed" mkdir fixedfor %%f in ("*.mkv") do ffmpeg -i "%%f" -c:a copy -c:v copy "fixed\%%~nf.mp4"
উপরে mkv থেকে mp4 এ কনভার্ট করা হয়েছে। আপনার প্রয়োজন অনুযায়ী ফাইল এক্সটেনশন সেট করে নিন।
Method 03 - Avidmux দিয়ে কনভার্ট করা (সেরা মেথড )
এটি কোনো কমান্ড লাইন টুল নয়, বরং একটি কমপ্লিট সফটওয়্যার। সফটওয়্যারটি উইন্ডোজ, লিনাক্স ও ম্যাকওএসে ব্যবহারযোগ্য। এটি দিয়ে ভিডিও ফরমেট চেঞ্জ করা, ভিডিও জোড়া লাগানো, ক্রপ এবং রিসাইজ করা সহ অনেক এডভান্সড লেভেলের অপশন রয়েছে।
Avidmux দিয়ে ভিডিওর ফরমেট পরিবর্তন করতে:
- এখান থেকে Avidmux ডাউনলোড করুন। সেটাপ করে ওপেন করুন।
- উপরে File থেকে Open এ ক্লিক করে আপনার কাঙ্খিত ফাইলটি সিলেক্ট করুন।
- এবার নিচে Output Format থেকে আপনার কাঙ্খিত ফরমেট সিলেক্ট করে উপরের মেনু বারে File থেকে Save এ ক্লিক করলেই আপনার ফাইলটির ফরমেট পরিবর্তন হয়ে যাবে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন