ক্যামতেসিয়া ২০১৯ (Camtasia 2019) চালানোর সময় আমার পিসির সিপিইউ ইউসেজ ১০০% হয়ে যেত এবং তাপমাত্রা ৯৫-১০১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যেত। এতে ক্যামতেসিয়া কোনোভাবেই ইউজ করতে পারছিলাম না। এরপর একদিন কন্ট্রোল প্যানেলে পাওয়ার অপশনস-এ ঘাঁটাঘাঁটি করার পর একটা সেটিং দেখলাম যা ঠিক করার পর এখন কোনো সমস্যা ছাড়াই ক্যামতেসিয়া ব্যবহার করতে পারছি। আজকে সেই সেটিংটিই আপনাদের সাথে শেয়ার করব।
তাহলে শুরু করছি...
Reduce Heat of CPU in Windows
Method 1: ব্যাকগ্রাউন্ডে থাকা অ্যাপগুলো ক্লোজ করুন
অধিকাংশ ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে থাকা কিছু অ্যাপের কারণেই পিসি স্লো হয়, ফ্রি মেমরি কম দেখায়, পিসি হ্যাং করে এবং সিপিইউ ইউসেজ বেড়ে যায়। এসব কারণে স্বভাবতই সিপিইউ এর তাপমাত্রা বেড়ে যায়। বিভিন্ন সফটওয়্যার সেটাপের পর অনেক অ্যাপ স্টার্টআপে এড হয়ে যায় এবং পিসি চালু করলে উইন্ডোজ চালু হওয়ার পর পরই অ্যাপগুলো চালু হয়ে যায়। Task Manager থেকে ইচ্ছা করলে অপ্রয়োজনীয় অ্যাপগুলো ক্লোজ করে দেওয়া যায়।
স্টার্টআপের সময় যাতে অটোমেটিক্যালি অ্যাপগুলো চালু না হয়ে যায়, সেজন্য run এ msconfig কমান্ড লিখে সেখান থেকে স্টার্টআপ অ্যাপগুলো ডিসেবল করা যায়। উইন্ডোজ ১০ এর ক্ষেত্রে Task Manager থেকেই স্টার্টআপ অ্যাপগুলো ডিসেবল করা যায়।
Method 2: সঠিক ড্রাইভার ব্যবহার করুন
অনেক সময় সঠিক ড্রাইভার ব্যবহার না করা কিংবা ড্রাইভার একেবারেই ব্যবহার না করার কারণে সিপিইউ ইউসেজ বাড়তে পারে এবং সিপিইউ হিট বাড়তে পারে। সেক্ষেত্রে আপনি যেসব হার্ডওয়্যার ইউজ করেন (গ্রাফিক্স কার্ড, অডিও, ওয়াইফাই, ইথারনেট ইত্যাদি) সেগুলোর মডেল জেনে সেসব কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ইন্সটল করতে হবে।
অনেকে অনেক থার্ডপার্টি সফটওয়্যার ইউজ করে থাকেন ড্রাইভার সেটাপ করা কিংবা আপডেটের জন্য। কিন্তু সব ক্ষেত্রে এরা ভালো পারফর্ম করে না। অনেক সময় ড্রাইভারের আপডেটেড কিন্তু আনস্ট্যাবল ভার্শন অটো ইন্সটল করে থাকে যা অনেক সময় বিপদের কারণ হতে পারে।
Method 3: পাওয়ার অপশনস ব্যবহার করুন
Control Panel থেকে Power Options এ গিয়ে প্রয়োজন অনুযায়ী Balanced অথবা Power Saver অপশন সিলেক্ট করে দেখতে পারেন কাজ করে কিনা। অনেক ক্ষেত্রে Power Saver অপশন সিলেক্ট করলেই অধিকাংশ হিটিং ইস্যু গায়েব হয়ে যায়, যদিও পারফর্মেন্স কিছুটা কমে যায়।
Method 4: কোনো কিছুতেই কাজ না হলে...
এবার পিসির পার্টস চেঞ্জ করার আগে যেটি ট্রাই করে দেখতে পারেন, সেটি দেখাই।
- Control Panel থেকে Power Options এ গিয়ে Balanced সিলেক্ট করুন।
- Change plan settings এ ক্লিক করে Change advanced power settings এ ক্লিক করুন।
- নতুন উইন্ডোতে একদম নিচে স্ক্রল করে Processor Power Management অংশটিকে এক্সপান্ড করে Maximum processor state এর Setting এ 40% বা প্রয়োজন অনুযায়ী সেট করে দিন। নিচের চিত্রের মত অন্য সেটিংগুলোও চেক করে নিন।
দ্রষ্টব্য: কাজ শেষে Restore plan defaults দিয়ে নিবেন। নাহলে গেমের মত কাজে পারফর্মেন্স ভালো পাবেন না।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন